ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যার দিকের ভয়াবহ বিস্ফোরণে মানুষের দেহ ছিন্ন-ভিন্ন হয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এক প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি মানুষের ছিন্ন-ভিন্ন দেহের অংশ আকাশে উড়ে রাস্তায় পড়ে যেতে দেখেছেন। তার চোখের সামনেই এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি।
ভীতসন্ত্রস্ত অবস্থায় ওই প্রত্যক্ষদর্শী বলেন, বিস্ফোরণের শব্দ এত প্রচণ্ড ছিল যে, তার কান কয়েক মিনিট ধরে ব্যথা করছিল। তিনি বলেন, একজনের শরীর ছিন্ন-ভিন্ন হয়ে গেছে। আমি রাস্তায় একটি হাত পড়ে থাকতে দেখেছি। বিস্ফোরণ এত ভয়ঙ্কর ছিল যে, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। বিস্ফোরণের পর একাধিক গাড়িতে আগুন ধরে যায়। ওই এলাকা জামা মসজিদ থেকে প্রায় ১ দশমিক ১ কিলোমিটার এবং গুরদোয়ারা শিসগঞ্জ সাহিব থেকে কয়েকশ মিটার দূরে অবস্থিত।

বিস্ফোরণ স্থলের ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণে ভয়াবহ ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের কয়েকটি গাড়ি একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। রাস্তায় মানুষকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বিভিন্ন জায়গায় রক্তের দাগও দেখা গেছে।
দিল্লি পুলিশের স্পেশাল সেল ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলেছে। এছাড়া পুরোনো দিল্লিতে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।
স্থানীয় এক বাসিন্দা বলেছেন, আমি ছাদ থেকে বিশাল আগুনের গোলা দেখতে পাই। প্রচণ্ড শব্দ হয়েছিল। আমার বাড়ি গুরদোয়ারার কাছে। কী ঘটেছে, তা দেখার জন্য সঙ্গে সঙ্গে নিচে নেমে যাই।
আহতদের উদ্ধারের জন্য প্রায় এক ডজন অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। অন্য এক প্রত্যক্ষদর্শী বলেন, সবকিছু এত দ্রুত ঘটেছে যে কিছু বোঝার সময়ই পাইনি। মনে হচ্ছিল, একাধিক গাড়িতে একসঙ্গে বিস্ফোরণ হয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















