বলিউডের গোবিন্দ এবং তার স্ত্রীর বিবাহিত জীবন নিয়ে সুনীতা আহুজা প্রায়ই শিরোনামে থাকেন। সম্প্রতি অভিনেতা গোবিন্দ অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে যান। চিকিৎসা শেষে ছাড়াও পান। কিন্তু সম্প্রতি সুনীতা জানালেন, গোবিন্দের অসুস্থতার খবর সংবাদমাধ্যমে দেওয়া এক ইন্টারভিউয়ের মাধ্যমে জেনেছেন তিনি।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে এসেছে, মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতাল থেকে গোবিন্দ ছাড়া পাওয়ার দুই দিন পর তার স্ত্রী সুনীতা আহুজা তার এক ভিডিও ব্লগে এই তথ্য দেন।

গত বুধবার মধ্যরাতে গোবিন্দ বাড়িতে অজ্ঞান হয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার পর সেই দিন বিকালেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। ছাড়া পাওয়ার সময় তিনি মিডিয়ার সঙ্গে কথাও বলেন এবং জানান যে তিনি পুরোপুরি সুস্থ আছেন।
এ সময় সুনীতা আহুজা শহরের বাইরে থাকায় পুরো পরিস্থিতি থেকে কিছুটা বিচ্ছিন্ন ছিলেন। এক ভক্তের প্রশ্নের জবাবে সুনীতা বলেন, “গোবিন্দ সম্পূর্ণ সুস্থ আছেন। তার নতুন সিনেমা ‘দুনিয়াদারী’-এর জন্য শরীরচর্চা করার সময় তিনি ক্লান্তির কারণে অজ্ঞান হয়ে গিয়েছিলেন।”
সুনীতা আরও যোগ করেন, ‘আমি এইমাত্র ফিরেছি এবং একটি সাক্ষাৎকার থেকে জেনেছি এই অবস্থা। জানতে পারি, অতিরিক্ত শরীরচর্চার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে তিনি এখন ভালো আছেন। চিন্তা করবেন না।’

ডেস্ক রিপোর্ট 






















