ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের উদ্যোগে সম্পন্ন হলো তিন দিনব্যাপী ‘১ম কারকুমা কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫’। দেশের বিভিন্ন গলফ ক্লাব থেকে আসা প্রতিযোগীদের অংশগ্রহণে গত ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকালে এক বর্ণাঢ্য উদ্বোধনী ‘টী অফ’ অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা, এসপিপি, এনডিসি, পিএসসি, পিএইচডি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্গানিক নিউট্রিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিন উর রশিদ।এছাড়া উপস্থিত ছিলেন– ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামসুল আরেফিন, এনডিসি, পিএসসি, টুর্নামেন্ট কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম উদ্দিন, বিএএম, বিভিন্ন কমিটির চেয়ারম্যানরা এবং অর্গানিক নিউট্রিশন লি. এর পরিচালক এনায়েত রশিদ, চিফ অপারেটিং অফিসার, মো. মাহবুবুর রহমান সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
টুর্নামেন্টে পুরুষ গলফার ক্যাটাগরিতে ৭৩ জন, নারী গলফার ক্যাটাগরিতে ৮ জন, জুনিয়র গলফার ক্যাটাগরিতে ১২ জন এবং সাব জুনিয়র ক্যাটাগরিতে ৯ জন সহ মোট ১০২ জন গলফার অংশগ্রহণ করেন।শনিবার সন্ধ্যায় এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে ‘১ম কারকুমা কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫’-এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সর্বমোট ২১টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা, এসপিপি, এনডিসি, পিএসসি, পিএইচডি ও বিশেষ অতিথি আমিন উর রশিদ ইয়াছিন।
এ সময় অর্গানিক নিউট্রিশন লিমিটেডের পরিচালক এনায়েত রশিদ তার বক্তব্যে বলেন, ‘অর্গানিক নিউট্রিশন লিমিটেড এই স্মরণীয় গলফ টুর্নামেন্টের সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত। আমরা আশাবাদী যে এই আয়োজন সমগ্র বাংলাদেশে, বিশেষ করে কুমিল্লা অঞ্চলে, গলফ খেলাকে আরও জনপ্রিয় করে তুলতে সহায়তা করবে।’
টুর্নামেন্টটি সফলভাবে আয়োজনের জন্য ময়নামতি গলফ কান্ট্রি ক্লাব কর্তৃপক্ষ এবং টাইটেল স্পন্সর অর্গানিক নিউট্রিশন লিমিটেড কর্তৃপক্ষ সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















