ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

ইসরায়েলের সঙ্গে শর্ত পূরণের আগে সম্পর্ক না গড়ার কথা দিয়েছে সৌদি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ৮ বার দেখা হয়েছে

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না বলে কথা দিয়েছে সৌদি আরব।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের খুব কাছের এক লোক ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলকে সোমবার (১৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, সৌদি আরব অভ্যন্তরীণ বৈঠকে ফিলিস্তিন অথরিটিকে এ আশ্বাস দিয়েছে। তার দাবি, সৌদি বলেছে ১৯৬৭ সালের সীমানা অনুযায়ীই ফিলিস্তিন রাষ্ট্র গঠন হতে হবে।

এ কর্মকর্তা বলেন, “তারা (সৌদি) আমাদের বলেছে তারা ফিলিস্তিনিকে ফেলে চলে যাবে না। এছাড়া ফিলিস্তিন রাষ্ট্রগঠনের মাধ্যমেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণ হতে পারে বলে জানিয়েছে তারা।”

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। বলা হচ্ছে, এই বৈঠকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে সৌদিকে চাপ দেবেন ট্রাম্প।

ফিলিস্তিনি এ কর্মকর্তা বলেছেন, তারা সৌদির প্রতিশ্রুতিকে বিশ্বাস করে। সৌদি আরব অবস্থান পরিবর্তন করে দখলদারদের সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন তারা এমনটি মনে করেন না। যদিও ২০২০ সালে আব্রাহাম চুক্তির আওতায় দখলদারদের সঙ্গে চার আরব দেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল।

অপরদিকে গাজায় হামাসের নিয়ন্ত্রণ নিয়ে এ কর্মকর্তা বলেছেন, তারা হামাসের কোনো নিয়ন্ত্রণ মানবেন না। এজন্য ফিলিস্তিন অথরিটি বা আরব লীগের কাছে হামাসকে অস্ত্র সমর্পণের আহ্বান জানানো হয়েছে। যদিও হামাস এটি প্রত্যাখ্যান করেছে।

হুমা দিলেন পাল্টা জবাব টুইঙ্কলের মন্তব্যের

ইসরায়েলের সঙ্গে শর্ত পূরণের আগে সম্পর্ক না গড়ার কথা দিয়েছে সৌদি

প্রকাশিত : ০১:১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না বলে কথা দিয়েছে সৌদি আরব।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের খুব কাছের এক লোক ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলকে সোমবার (১৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, সৌদি আরব অভ্যন্তরীণ বৈঠকে ফিলিস্তিন অথরিটিকে এ আশ্বাস দিয়েছে। তার দাবি, সৌদি বলেছে ১৯৬৭ সালের সীমানা অনুযায়ীই ফিলিস্তিন রাষ্ট্র গঠন হতে হবে।

এ কর্মকর্তা বলেন, “তারা (সৌদি) আমাদের বলেছে তারা ফিলিস্তিনিকে ফেলে চলে যাবে না। এছাড়া ফিলিস্তিন রাষ্ট্রগঠনের মাধ্যমেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণ হতে পারে বলে জানিয়েছে তারা।”

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। বলা হচ্ছে, এই বৈঠকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে সৌদিকে চাপ দেবেন ট্রাম্প।

ফিলিস্তিনি এ কর্মকর্তা বলেছেন, তারা সৌদির প্রতিশ্রুতিকে বিশ্বাস করে। সৌদি আরব অবস্থান পরিবর্তন করে দখলদারদের সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন তারা এমনটি মনে করেন না। যদিও ২০২০ সালে আব্রাহাম চুক্তির আওতায় দখলদারদের সঙ্গে চার আরব দেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল।

অপরদিকে গাজায় হামাসের নিয়ন্ত্রণ নিয়ে এ কর্মকর্তা বলেছেন, তারা হামাসের কোনো নিয়ন্ত্রণ মানবেন না। এজন্য ফিলিস্তিন অথরিটি বা আরব লীগের কাছে হামাসকে অস্ত্র সমর্পণের আহ্বান জানানো হয়েছে। যদিও হামাস এটি প্রত্যাখ্যান করেছে।