ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

শিক্ষকরা বিনামূল্যে দেখতে পারবেন ঢাকা টেস্ট

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:০৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ৪ বার দেখা হয়েছে

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু হতে যাচ্ছে । মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে নয়টায়। আর এই টেস্টে শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খেলা দেখার ব্যবস্থা করেছে বিসিবি।মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে সিরিজের দ্বিতীয় এবং সর্বশেষ টেস্ট ম্যাচ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য এই ম্যাচ বিনামূল্যে দেখার ব্যবস্থা করেছে বিসিবি।

স্টেডিয়ামের ৫ নম্বর গেইট দিয়ে স্টুডেন্ট আইডি কার্ড অথবা টিচার্স আইডি কার্ড দেখিয়ে প্রবেশ করতে পারবেন শিক্ষার্থী অথবা শিক্ষরা। শহীদ মুশতাক স্ট্যান্ডের উপরের গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারবেন শিক্ষার্থী-শিক্ষকরা। ম্যাচের পাঁচ দিনই বিনামূল্যে খেলা দেখার সুযোগ পাচ্ছেন তারা।

তবে স্টেডিয়ামের সাধারণ নিয়মাবলী প্রযোজ্য হবে শিক্ষক, শিক্ষার্থীদের ক্ষেত্রেও। বাইরের খাবার, ব্যাগ, পানির বোতল অথবা নিষিদ্ধ কোনো বস্তু নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না তারা।

বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সিলেটে ইনিংস এবং ৪৭ রানের বড় ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

বিসিবি মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে

শিক্ষকরা বিনামূল্যে দেখতে পারবেন ঢাকা টেস্ট

প্রকাশিত : ০১:০৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু হতে যাচ্ছে । মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে নয়টায়। আর এই টেস্টে শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খেলা দেখার ব্যবস্থা করেছে বিসিবি।মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে সিরিজের দ্বিতীয় এবং সর্বশেষ টেস্ট ম্যাচ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য এই ম্যাচ বিনামূল্যে দেখার ব্যবস্থা করেছে বিসিবি।

স্টেডিয়ামের ৫ নম্বর গেইট দিয়ে স্টুডেন্ট আইডি কার্ড অথবা টিচার্স আইডি কার্ড দেখিয়ে প্রবেশ করতে পারবেন শিক্ষার্থী অথবা শিক্ষরা। শহীদ মুশতাক স্ট্যান্ডের উপরের গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারবেন শিক্ষার্থী-শিক্ষকরা। ম্যাচের পাঁচ দিনই বিনামূল্যে খেলা দেখার সুযোগ পাচ্ছেন তারা।

তবে স্টেডিয়ামের সাধারণ নিয়মাবলী প্রযোজ্য হবে শিক্ষক, শিক্ষার্থীদের ক্ষেত্রেও। বাইরের খাবার, ব্যাগ, পানির বোতল অথবা নিষিদ্ধ কোনো বস্তু নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না তারা।

বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সিলেটে ইনিংস এবং ৪৭ রানের বড় ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।