ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

বিপিএলের নিলাম আবার পেছাল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ৫ বার দেখা হয়েছে

পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে চলতি বছরের ১৯ ডিসেম্বর মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের ১২তম আসর। ফাইনাল হতে পারে ১৬ জানুয়ারি। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এমন সম্ভাব্য সূচির কথা জানিয়েছিল বিপিএলের গভর্নিং কাউন্সিল।

শুরুতে চলতি মাসের ১৭ তারিখ নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সেটি পিছিয়ে ২১ নভেম্বর করা হয়েছিল। এরপর নতুন দিন ঠিক করা হয় ২৩ নভেম্বর (রোববার)। তবে সেই তারিখেও আসন্ন বিপিএলের নিলাম হচ্ছে না বলে জানা গেল। বিসিবির শীর্ষ একজন পরিচালক  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৩ নভেম্বর যে নিলাম হচ্ছে না সেটা চূড়ান্ত। নতুন তারিখ কবে হবে সেটা নিয়েও জল্পনা-কল্পনা চলছিল। রাত গড়াতেই বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, ৩০ নভেম্বর বিকেল ৩টায় শুরু হবে নিলাম।

মূলত দলগুলো ব্যাংক গ্যারান্টি নিয়েই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। জানা গেছে, দুটি দল ব্যাংক গ্যারান্টি দেখাতে পারেনি। যে কারণে পিছিয়ে গেল অকশন। যদিও এবার ড্রাফট না হয়ে হবে নিলাম। অনেক বছর পরে আবারো বিপিএলে ফিরছে এই পদ্ধতি। যে কারণে দেশের বাইরে থেকে দক্ষ কর্মীদের আনার চেষ্টা করছে বিসিবি।

 

বিপিএলের নিলাম আবার পেছাল

প্রকাশিত : ০৩:০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে চলতি বছরের ১৯ ডিসেম্বর মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের ১২তম আসর। ফাইনাল হতে পারে ১৬ জানুয়ারি। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এমন সম্ভাব্য সূচির কথা জানিয়েছিল বিপিএলের গভর্নিং কাউন্সিল।

শুরুতে চলতি মাসের ১৭ তারিখ নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সেটি পিছিয়ে ২১ নভেম্বর করা হয়েছিল। এরপর নতুন দিন ঠিক করা হয় ২৩ নভেম্বর (রোববার)। তবে সেই তারিখেও আসন্ন বিপিএলের নিলাম হচ্ছে না বলে জানা গেল। বিসিবির শীর্ষ একজন পরিচালক  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৩ নভেম্বর যে নিলাম হচ্ছে না সেটা চূড়ান্ত। নতুন তারিখ কবে হবে সেটা নিয়েও জল্পনা-কল্পনা চলছিল। রাত গড়াতেই বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, ৩০ নভেম্বর বিকেল ৩টায় শুরু হবে নিলাম।

মূলত দলগুলো ব্যাংক গ্যারান্টি নিয়েই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। জানা গেছে, দুটি দল ব্যাংক গ্যারান্টি দেখাতে পারেনি। যে কারণে পিছিয়ে গেল অকশন। যদিও এবার ড্রাফট না হয়ে হবে নিলাম। অনেক বছর পরে আবারো বিপিএলে ফিরছে এই পদ্ধতি। যে কারণে দেশের বাইরে থেকে দক্ষ কর্মীদের আনার চেষ্টা করছে বিসিবি।