বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) রিসার্চ সেমিনার-৪৯ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ইনস্টিটিউটের মাল্টিপারপাস হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে ‘হাউ ক্যান বিজনেস মেইনটেইন সাস্টেনিবিলিটি: প্রেডিস্টিং সুস্টাইনাবলে গ্রোথ ইউসিং হাইব্রিড এনসিম্বলে এমএল মডেল?’- শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউটের প্রভাষক ইমরান মাহমুদ।

ইনস্টিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহয়ের সভাপতিত্বে সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক ড. কে এম জাহিদুল ইসলাম ও বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ইশতেকমাল হোসাইন। আলোচকরা রিসার্চ সেমিনারে উপস্থাপনার বিভিন্ন দিক নিয়ে পুঙ্খানুপুঙ্খু আলোচনা করেন। আলোচ্য গবেষণা প্রবন্ধটির লেখক ইমরান মাহমুদ।
ইনস্টিটিউটের অভ্যন্তরীণ গবেষকদের গবেষণার মানোন্নয়নের লক্ষ্যে বিআইসিএম নিয়মিতভাবে রিসার্চ সেমিনার আয়োজন করে থাকে। এরই অংশ হিসেবে রিসার্চ সেমিনার-৪৯ আয়োজন করা হয়। উক্ত রিসার্চ সেমিনারে ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীনসহ সব অনুষদ সদস্য ও কর্মকর্তারা এবং আমন্ত্রিত অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 






















