ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

সাগরে লঘুচাপের সম্ভাবনা,দেশজুড়ে বাড়বে শীত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ৩ বার দেখা হয়েছে

আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এতে করে শীতের অনুভূতি খানিকটা বেড়ে যেতে পারে। একইসঙ্গে এ সময়ের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরির সম্ভাবনাও রয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজ করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আগামী ২২ নভেম্বরের মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা ঘনীভূত হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

দ্বিতীয় দিন (২২ নভেম্বর), তৃতীয় দিন (২৩ নভেম্বর) এবং চতুর্থ দিন (২৪ নভেম্বর) তিন দিনই সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। প্রতিদিনই রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। পঞ্চম দিন (২৫ নভেম্বর) আংশিক মেঘলা আকাশের পাশাপাশি শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সেদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সার্বিক আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তিত হতে পারে।

সাগরে লঘুচাপের সম্ভাবনা,দেশজুড়ে বাড়বে শীত

প্রকাশিত : ১২:১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এতে করে শীতের অনুভূতি খানিকটা বেড়ে যেতে পারে। একইসঙ্গে এ সময়ের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরির সম্ভাবনাও রয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজ করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আগামী ২২ নভেম্বরের মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা ঘনীভূত হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

দ্বিতীয় দিন (২২ নভেম্বর), তৃতীয় দিন (২৩ নভেম্বর) এবং চতুর্থ দিন (২৪ নভেম্বর) তিন দিনই সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। প্রতিদিনই রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। পঞ্চম দিন (২৫ নভেম্বর) আংশিক মেঘলা আকাশের পাশাপাশি শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সেদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সার্বিক আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তিত হতে পারে।