ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৫ বার দেখা হয়েছে

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময় পরিবর্তনের দাবিতে আবারও ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। এ সময় তারা রেললাইনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জব্বারের মোড় এলাকায় রেললাইন অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করেন।

এতে টানা ২ ঘণ্টা ধরে ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ বন্ধ রয়েছে। এ ঘটনায় যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি দেখা দিয়েছে।ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, ৪৭তম বিসিএসের সময় পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেছে। অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ রেলপথ বন্ধ রয়েছে।

এর আগে ২২ নভেম্বর বিকেল ৫টায় একই দাবিতে একই এলাকায় রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। পরদিন ২৩ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে জামালপুরগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনকে লাল কাপড় দেখিয়ে থামিয়ে জব্বারের মোড়ে কর্মসূচি শুরু করেন তারা। পরে যাত্রীদের ভোগান্তি ও মানবিক দিক বিবেচনায় সেদিন রাত ৮টায় শিক্ষার্থীরা রেললাইন থেকে সরে যান।

ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

প্রকাশিত : ১০:০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময় পরিবর্তনের দাবিতে আবারও ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। এ সময় তারা রেললাইনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জব্বারের মোড় এলাকায় রেললাইন অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করেন।

এতে টানা ২ ঘণ্টা ধরে ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ বন্ধ রয়েছে। এ ঘটনায় যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি দেখা দিয়েছে।ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, ৪৭তম বিসিএসের সময় পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেছে। অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ রেলপথ বন্ধ রয়েছে।

এর আগে ২২ নভেম্বর বিকেল ৫টায় একই দাবিতে একই এলাকায় রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। পরদিন ২৩ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে জামালপুরগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনকে লাল কাপড় দেখিয়ে থামিয়ে জব্বারের মোড়ে কর্মসূচি শুরু করেন তারা। পরে যাত্রীদের ভোগান্তি ও মানবিক দিক বিবেচনায় সেদিন রাত ৮টায় শিক্ষার্থীরা রেললাইন থেকে সরে যান।