ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার পশ্চিমবঙ্গ পুলিশে যোগ দিলেন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৩৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ২ বার দেখা হয়েছে

ক্রিকেটের পাশাপাশি নতুন ভূমিকায় ভারত নারী দলের ক্রিকেটার রিচা ঘোষ। পশ্চিমবঙ্গ পুলিশে যোগ দিলেন তিনি। ভারতের হয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ জেতার পরই রিচাকে নিয়োগপত্র দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। এবার রাজ্য পুলিশে যোগ দিলেন শিলিগুড়ির মেয়ে।

বুধবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে দেখা করেন রিচা। পুলিশের পোশাক পরেছিলেন তিনি। রিচার সঙ্গে তার মা, বাবাও ছিলেন। রাজীবের সঙ্গে ছবিও তোলেন রিচা।

রিচার যোগদানের কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশও। টুইটে তারা লিখেছে, ‘ভারতের বিশ্বকাপজয়ী নারী ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য রিচা ঘোষ ডিএসপি পদমর্যাদায় রাজ্য পুলিশে যোগ দিলেন। তাকে শিলিগুড়ির সহকারী কমিশনার পদে নিযুক্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের পরিবারে রিচাকে স্বাগতম।’

ভারতের নারী দল মুম্বাইয়ের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জেতার পরই পশ্চিমবঙ্গ সরকার রিচাকে পুলিশে চাকরির প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে রাজি হন রিচা। পরে ইডেনে বাংলার ক্রিকেট সংস্থার অনুষ্ঠানে রিচার হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পুলিশে যোগ দিলেন রিচা।

আপাতত ভারত নারী দলের কোনো খেলা নেই। সামনে নারীদের আইপিএল রয়েছে। রিচা রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। আড়াই কোটি রুপি দিয়ে তাকে ধরে রেখেছে বেঙ্গালুরু। তাদের হয়ে জানুয়ারি মাসে মাঠে নামতে দেখা যাবে ভারতের বিশ্বকাপজয়ী এই উইকেটরক্ষক-ব্যাটারকে।

ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার পশ্চিমবঙ্গ পুলিশে যোগ দিলেন

প্রকাশিত : ০৭:৩৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

ক্রিকেটের পাশাপাশি নতুন ভূমিকায় ভারত নারী দলের ক্রিকেটার রিচা ঘোষ। পশ্চিমবঙ্গ পুলিশে যোগ দিলেন তিনি। ভারতের হয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ জেতার পরই রিচাকে নিয়োগপত্র দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। এবার রাজ্য পুলিশে যোগ দিলেন শিলিগুড়ির মেয়ে।

বুধবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে দেখা করেন রিচা। পুলিশের পোশাক পরেছিলেন তিনি। রিচার সঙ্গে তার মা, বাবাও ছিলেন। রাজীবের সঙ্গে ছবিও তোলেন রিচা।

রিচার যোগদানের কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশও। টুইটে তারা লিখেছে, ‘ভারতের বিশ্বকাপজয়ী নারী ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য রিচা ঘোষ ডিএসপি পদমর্যাদায় রাজ্য পুলিশে যোগ দিলেন। তাকে শিলিগুড়ির সহকারী কমিশনার পদে নিযুক্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের পরিবারে রিচাকে স্বাগতম।’

ভারতের নারী দল মুম্বাইয়ের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জেতার পরই পশ্চিমবঙ্গ সরকার রিচাকে পুলিশে চাকরির প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে রাজি হন রিচা। পরে ইডেনে বাংলার ক্রিকেট সংস্থার অনুষ্ঠানে রিচার হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পুলিশে যোগ দিলেন রিচা।

আপাতত ভারত নারী দলের কোনো খেলা নেই। সামনে নারীদের আইপিএল রয়েছে। রিচা রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। আড়াই কোটি রুপি দিয়ে তাকে ধরে রেখেছে বেঙ্গালুরু। তাদের হয়ে জানুয়ারি মাসে মাঠে নামতে দেখা যাবে ভারতের বিশ্বকাপজয়ী এই উইকেটরক্ষক-ব্যাটারকে।