পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে বিএনপির ঘোষিত মনোনয়ন ঘিরে তীব্র অসন্তোষ বিস্ফোরিত হয়েছে তৃণমূল নেতাকর্মীদের মাঝে। মনোনয়ন পুনর্মূল্যায়নের দাবিতে আজ সোমবারর দুপুর ১২টা ( ৮ডিসেম্বর) উপজেলা বিএনপির কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদ চত্বর, বাউফল বাজার সড়ক ও গোলাবাড়ি এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে পথসভায় শেষ হয়।
সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা। তিনি বলেন, “বাউফল আসনটি নিয়ে দীর্ঘদিন আমাদের প্রত্যাশা ও শ্রম ছিল। মনির ভাই ১৭ বছর ধরে জেল–জুলুম সহ্য করেও মাঠে ছিলেন। মনোনয়নকে পণ্য নয়—ত্যাগ ও অবদান বিবেচনায় সিদ্ধান্ত হওয়া উচিত। শহিদুল আলম তালুকদারকে বাদ দিয়ে কাউকে দিলে আমরা মানতে পারব, তবে বর্তমান সিদ্ধান্ত পুনর্বিবেচনা জরুরি।”

বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম মিজানুর রহমান খোকন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ পলাশসহ স্থানীয় নেতারা। তারা অভিযোগ করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে প্রার্থী ঘোষণা করায় কর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
পটুয়াখালী–২ (বাউফল) আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনজন—সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার, সহ–দপ্তর সম্পাদক মনির হোসেন এবং এ কে এম ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদার। অন্যান্য আসনের সঙ্গে ঘোষণায় বিলম্ব করা হলেও শেষ পর্যন্ত গত ৪ ডিসেম্বর দলীয় সিদ্ধান্তে শহিদুল আলম তালুকদারকে মনোনীত প্রার্থী ঘোষণা করে বিএনপি। ঘোষণার পরপরই অন্য দুই প্রার্থীর সমর্থকেরা বিক্ষোভে ফেটে পড়েন। তারা দলীয় কার্যালয় ও পৌর শহরের বিভিন্ন সড়কে মিছিল বের করে মনোনয়ন বাতিলের দাবি জানান। বিক্ষোভকারীরা বলেন, তৃণমূলে যাদের গ্রহণযোগ্যতা বেশি—তাদের মতামত বিবেচনায় এনে মনোনয়ন পুনর্মূল্যায়ন করতে হবে, নয়তো আমাদের কর্মসূচি চলমান থাকবে।

ডেস্ক রিপোর্ট 























