বেনাপোল প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬কে কেন্দ্র করে সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। এর অংশ হিসেবে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সীমান্ত এলাকা ছাড়াও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক তল্লাশি ও টহল কার্যক্রম পরিচালনা করছে।

২৪ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত তথ্য অনুযায়ী, নির্বাচনকে সামনে রেখে যশোরের বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হচ্ছে। একই সঙ্গে নিয়মিত মোবাইল টহলের মাধ্যমে দুষ্কৃতিকারীদের যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, নির্বাচন উপলক্ষে কোনো স্বার্থান্বেষী মহল যেন দেশের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করতে না পারে—সে লক্ষ্যেই সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে বিজিবির এই আভিযানিক কার্যক্রম নির্বাচনকাল পর্যন্ত অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















