ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

শেরপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস পালিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ১৯ বার দেখা হয়েছে

শেরপুর প্রতিনিধি:  শেরপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। ৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে আলোচনা সভা, র‌্যালি ও মানববন্ধনের মধ্যে দিয়ে দিবসটি দুটি পালন করা হয়। জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালে শহরের থানা মোড়ে অনুষ্ঠিত হয় মানববন্ধন। পরে সেখান থেকে একটি র‌্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে দিবস দুটির উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।


এরপর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার কামরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মুহম্মদ শাহীন ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) আরিফা সিদ্দিকা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জামায়াত নেতা আব্দুল বাতেন, এনসিপি নেতা রাশেদুল ইসলাম, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান প্রমুখ।
আলোচনা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য ১০ জন নারীকে সম্মাননা প্রদান করা হয়।

ফোন নিবন্ধন চলবে মার্চ ২০২৬ পর্যন্ত,১৬ ডিসেম্বরই চালু এনইআইআর

শেরপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস পালিত

প্রকাশিত : ১০:০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

শেরপুর প্রতিনিধি:  শেরপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। ৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে আলোচনা সভা, র‌্যালি ও মানববন্ধনের মধ্যে দিয়ে দিবসটি দুটি পালন করা হয়। জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালে শহরের থানা মোড়ে অনুষ্ঠিত হয় মানববন্ধন। পরে সেখান থেকে একটি র‌্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে দিবস দুটির উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।


এরপর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার কামরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মুহম্মদ শাহীন ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) আরিফা সিদ্দিকা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জামায়াত নেতা আব্দুল বাতেন, এনসিপি নেতা রাশেদুল ইসলাম, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান প্রমুখ।
আলোচনা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য ১০ জন নারীকে সম্মাননা প্রদান করা হয়।