ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

আগামী নির্বাচনে কেন্দ্রের পাহারায় থাকবে পুলিশ বরিশাল রেঞ্জের ডিআইজি মোহা. মঞ্জুর মোর্শেদ আলম

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৪৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ৩ বার দেখা হয়েছে

বরিশাল প্রতিনিধি :  বরিশাল রেঞ্জের ডিআইজি মোহা. মঞ্জুর মোর্শেদ আলম বলেছেন, আগামি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে লাল, হলুদ ও সবুজ এই তিন শ্রেণিতে ভোট কেন্দ্র ভাগ করে নিরাপত্তা দেবে রেঞ্জের পুলিশ সদস্যরা।

বুধবার বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

ডিআইজি বলেন, বরিশাল রেঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচন প্রস্তুতি বরাবরের মতোই সন্তোষজনক আছে। তফসিল ঘোষণার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে জাতি একটি উৎসবমুখর সংসদ নির্বাচন ও গণভোট প্রত্যাশা করছে। নতুন পুলিশ সুপার এবং সদ্য যোগদান করা সব ওসিদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে তারা দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন।

তিনি বলেন, ‘আমি এখানে দীর্ঘদিন ধরে আছি। এখানকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।’

ডিআইজি জানান, গত বছরের ৫ আগস্টের পর ৯ সেপ্টেম্বর তিনি দায়িত্ব গ্রহণ করেন। এরপর তার সময়ে দু’টি বড় পূজা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, পুলিশ, আনসার, সশস্ত্র বাহিনী ও অন্যান্য বাহিনী ছাড়াও বিভাগীয় ও জেলা প্রশাসন একসঙ্গে দায়িত্ব পালন করায় পূজার সময় কোনো অঘটন ঘটেনি। জনগণও আন্তরিক ছিল, ফলে উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

ডিআইজি বলেন, নির্বাচনের তফসিল আজ বা কাল ঘোষণা হতে পারে। আমরা পুরো জাতির মতোই একটি প্রত্যাশিত সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আশাবাদী।

ডিআইজি জানান, তার অধীনে এখন প্রায় ৭ হাজার পুলিশ সদস্য রয়েছে। এটি যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি। আরও অন্তত ১ হাজার অতিরিক্ত ফোর্স প্রয়োজন হবে।

তবে তিনি আশা প্রকাশ করে বলেন, ‘স্যার (আইজিপি) প্রতিবার যেভাবে ফোর্স দেন, এবারও দেবেন।’

তিনি আরও জানান, নিয়মিত পুলিশ সদস্যদের পাশাপাশি বাইরে থেকে সিআইডি, পিবিআই, ট্যুরিস্ট পুলিশ, নৌ-পুলিশ, কোর্টগার্ড, নেভাল ফোর্স, নৌবাহিনী এবং আনসারুবিজিবিও নির্বাচন দায়িত্বে থাকতে পারে।

তার ভাষায়, ‘সবার সমন্বয়ে আমরা একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।’

ডিআইজি বলেন, বরিশাল রেঞ্জে কেন্দ্র রয়েছে প্রায় ২ হাজার ৬০০। গুরুত্ব অনুযায়ী কেন্দ্রগুলোকে লাল, হলুদ ও সবুজ এই তিন ভাগে ভাগ করা হবে এবং সে অনুযায়ী দায়িত্ব বণ্টন করা হবে।

তিনি বলেন, ‘আমাদের যে বিদ্যমান ফোর্স আছে, তা দিয়ে একটা অংশ কাভার করা যাবে। বাকি অংশ আইজিপি স্যার দেবেন বলে আশা করছি।’

নিজের অধীন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আরবি হরফ আলিফের মতো সোজা থাকতে হবে পুলিশ সদস্যদের। আলিফের ডানে-বামে যেমন কিছু থাকে না, তেমনি পুলিশেরও ডানে-বামে কিছু থাকবে না। পুলিশ শুধু সরকারের নির্দেশ পালন করবে, অন্য কারো নয়।’

ডিআইজি আরও বলেন, ‘দেশকে আর পিছনে যেতে দেব না। স্বাধীনতার ৫৪ বছর পরেও নানা আন্দোলন, সামাজিক অধিকার প্রতিষ্ঠার লড়াই দেখেছি। কোথাও হয়ত ব্যর্থতা ছিল, যার ফলেই ৩৬ জুলাই ঘটেছে।

আমরা ৫ আগস্টের অবস্থায় ফিরতে চাই না। দেশ নিজের মতো চলবে। আমরা সরকার প্রজাতন্ত্রের কর্মচারী, সরকারকে সহায়তা করব আমাদের সর্বোচ্চটা দিয়ে।’

তিনি বলেন, ভোটের আগে, চলাকালীন এবং পরে, তিন সময়েই পুলিশ মাঠে থাকবে এবং অর্পিত দায়িত্ব পালন করবে।

সারজিস আলম পঞ্চগড়-১ আসনে এনসিপির প্রার্থী

আগামী নির্বাচনে কেন্দ্রের পাহারায় থাকবে পুলিশ বরিশাল রেঞ্জের ডিআইজি মোহা. মঞ্জুর মোর্শেদ আলম

প্রকাশিত : ০৯:৪৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

বরিশাল প্রতিনিধি :  বরিশাল রেঞ্জের ডিআইজি মোহা. মঞ্জুর মোর্শেদ আলম বলেছেন, আগামি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে লাল, হলুদ ও সবুজ এই তিন শ্রেণিতে ভোট কেন্দ্র ভাগ করে নিরাপত্তা দেবে রেঞ্জের পুলিশ সদস্যরা।

বুধবার বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

ডিআইজি বলেন, বরিশাল রেঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচন প্রস্তুতি বরাবরের মতোই সন্তোষজনক আছে। তফসিল ঘোষণার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে জাতি একটি উৎসবমুখর সংসদ নির্বাচন ও গণভোট প্রত্যাশা করছে। নতুন পুলিশ সুপার এবং সদ্য যোগদান করা সব ওসিদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে তারা দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন।

তিনি বলেন, ‘আমি এখানে দীর্ঘদিন ধরে আছি। এখানকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।’

ডিআইজি জানান, গত বছরের ৫ আগস্টের পর ৯ সেপ্টেম্বর তিনি দায়িত্ব গ্রহণ করেন। এরপর তার সময়ে দু’টি বড় পূজা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, পুলিশ, আনসার, সশস্ত্র বাহিনী ও অন্যান্য বাহিনী ছাড়াও বিভাগীয় ও জেলা প্রশাসন একসঙ্গে দায়িত্ব পালন করায় পূজার সময় কোনো অঘটন ঘটেনি। জনগণও আন্তরিক ছিল, ফলে উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

ডিআইজি বলেন, নির্বাচনের তফসিল আজ বা কাল ঘোষণা হতে পারে। আমরা পুরো জাতির মতোই একটি প্রত্যাশিত সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আশাবাদী।

ডিআইজি জানান, তার অধীনে এখন প্রায় ৭ হাজার পুলিশ সদস্য রয়েছে। এটি যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি। আরও অন্তত ১ হাজার অতিরিক্ত ফোর্স প্রয়োজন হবে।

তবে তিনি আশা প্রকাশ করে বলেন, ‘স্যার (আইজিপি) প্রতিবার যেভাবে ফোর্স দেন, এবারও দেবেন।’

তিনি আরও জানান, নিয়মিত পুলিশ সদস্যদের পাশাপাশি বাইরে থেকে সিআইডি, পিবিআই, ট্যুরিস্ট পুলিশ, নৌ-পুলিশ, কোর্টগার্ড, নেভাল ফোর্স, নৌবাহিনী এবং আনসারুবিজিবিও নির্বাচন দায়িত্বে থাকতে পারে।

তার ভাষায়, ‘সবার সমন্বয়ে আমরা একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।’

ডিআইজি বলেন, বরিশাল রেঞ্জে কেন্দ্র রয়েছে প্রায় ২ হাজার ৬০০। গুরুত্ব অনুযায়ী কেন্দ্রগুলোকে লাল, হলুদ ও সবুজ এই তিন ভাগে ভাগ করা হবে এবং সে অনুযায়ী দায়িত্ব বণ্টন করা হবে।

তিনি বলেন, ‘আমাদের যে বিদ্যমান ফোর্স আছে, তা দিয়ে একটা অংশ কাভার করা যাবে। বাকি অংশ আইজিপি স্যার দেবেন বলে আশা করছি।’

নিজের অধীন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আরবি হরফ আলিফের মতো সোজা থাকতে হবে পুলিশ সদস্যদের। আলিফের ডানে-বামে যেমন কিছু থাকে না, তেমনি পুলিশেরও ডানে-বামে কিছু থাকবে না। পুলিশ শুধু সরকারের নির্দেশ পালন করবে, অন্য কারো নয়।’

ডিআইজি আরও বলেন, ‘দেশকে আর পিছনে যেতে দেব না। স্বাধীনতার ৫৪ বছর পরেও নানা আন্দোলন, সামাজিক অধিকার প্রতিষ্ঠার লড়াই দেখেছি। কোথাও হয়ত ব্যর্থতা ছিল, যার ফলেই ৩৬ জুলাই ঘটেছে।

আমরা ৫ আগস্টের অবস্থায় ফিরতে চাই না। দেশ নিজের মতো চলবে। আমরা সরকার প্রজাতন্ত্রের কর্মচারী, সরকারকে সহায়তা করব আমাদের সর্বোচ্চটা দিয়ে।’

তিনি বলেন, ভোটের আগে, চলাকালীন এবং পরে, তিন সময়েই পুলিশ মাঠে থাকবে এবং অর্পিত দায়িত্ব পালন করবে।