আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে চালু হচ্ছে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর)। তবে অনিবন্ধিত মোবাইল ফোন নিয়ে উদ্বেগ কমাতে নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে বাজারে থাকা সব অনিবন্ধিত ফোন আগামী ১৫ মার্চ ২০২৬ পর্যন্ত নিবন্ধন করে বৈধতা পাওয়ার সুযোগ থাকবে।
চোরাচালান, ক্লোনিং, রিফার্বিশড ফোন এবং মোবাইলভিত্তিক ডিজিটাল অপরাধ নিয়ন্ত্রণে সরকার এনইআইআর চালুর প্রস্তুতি নিলেও ব্যবসায়ীদের দাবির পর সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
বুধবার (১০ ডিসেম্বর) রাতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পূর্ব ঘোষণা অনুযায়ী ১৬ ডিসেম্বরের মধ্যে সব অনিবন্ধিত হ্যান্ডসেট নিবন্ধনের নির্দেশনা ছিল। তবে ব্যবসায়ীদের দাবি বিবেচনা করে সময়সীমা বাড়ানো হয়েছে, যাতে বর্তমানে বাজারে থাকা অনিবন্ধিত সব ফোন বৈধভাবে নিবন্ধনের সুযোগ পায়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল ফোন আমদানিতে কোনো বাধা রাখা হয়নি। কোন কোন মডেল বা কত বছরের পুরোনো ফোন আমদানি করা যাবে। এসব বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ-বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবে। আমদানির ক্ষেত্রে উপযুক্ত সরকারি সংস্থাকে জানানো বাধ্যতামূলক থাকবে।
এ ছাড়া মোবাইল ফোন আমদানিতে শুল্ক পুনর্নির্ধারণের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। এই প্রক্রিয়ায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ মধ্যস্থতার ভূমিকা পালন করবে। আমদানিকারক ও উৎপাদক প্রতিষ্ঠানগুলো যৌথভাবে প্রস্তাব তৈরি করে সরকারকে লিখিতভাবে জানাবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এনইআইআর বাস্তবায়নকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা না করার আহ্বান জানানো হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর এনইআইআর উদ্বোধন অনুষ্ঠানে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং মোবাইল ব্যবসায়ী কমিউনিটির নেতারা অংশ নেবেন এবং সমর্থন জানাবেন।

ডেস্ক রিপোর্ট 






















