দুমকি প্রতিনিধি: নতুন বছরের প্রথম দিনেই পটুয়াখালীর দুমকি উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে রাষ্ট্রীয় শোক থাকায় উৎসব ছাড়াই বিনামূল্যের নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে।
১ জানুয়ারি বুধবার সকাল থেকে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক, ইবতেদায়ী, মাধ্যমিক, ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ বই বিতরণ করা হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকরা।

উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম জানান, বছরের প্রথম দিনেই বই পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও আগ্রহ তৈরি হয়েছে। এতে নিয়মিত পড়াশোনার প্রতি তাদের উৎসাহ বাড়বে।
শিক্ষার্থী অভিভাবক রানী নাগ বলেন সময়মতো বই পেয়ে আমরা খুব খুশী এ উদ্যোগ শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুনিল চন্দ্র দেবনাথ জানান, ইতোমধ্যে ৬১টি সরকারি প্রাথমিক ও ৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭,৩৩৬ জন শিক্ষার্থীদের মধ্যে ২৮,৮০৯টি বই বিতরণ করা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়েই সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যবই পৌঁছে দেওয়া হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান, ইতোমধ্যে ইবতেদায়ী, মাধ্যমিক, দাখিল ও এসএসসি ভোকেশনাল পর্যায়ের ৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫,২৭০ জন শিক্ষার্থীর মধ্যে ১৪৪,৮০০ টি বই বিতরণ করা হয়েছে। এখনও সাত হাজার কপি বইয়ের প্রয়োজন রয়েছে যা আমাদের হাতে পৌছা মাত্র প্রতিষ্ঠানে পৌছে দিব।

ডেস্ক রিপোর্ট 




















