সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জে নতুন বছরের প্রথম দিনে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকেই জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বই উৎসবের আমেজ দেখা যায়।
শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ কার্যক্রম শুরু হয়।
এ সময় নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে কোমলমতি শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিত অতিথিরা বলেন, বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনায় আরও মনোযোগী হবে এবং শিক্ষার মান উন্নত হবে।

নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আতিকুর রহমান জানান, মাধ্যমিক এবতেদায়ী ও মাদ্রাসাসহ ৫২৪ টি স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে ২২ লাখ ৭১ হাজার ১৪ টি বই বিতরণ করা হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম জানান, এ বছর নারায়ণগঞ্জে সরকারি বেসরকারি মিলিয়ে ৯৮৭ টি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৯ লাখ ৭৮ হাজার ৫৮৬ টি বই বিতরণ করা হয়েছে। সারাদেশের মতো নারায়ণগঞ্জেও বছরের প্রথম দিনে বই বিতরণকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আবহ তৈরি হয়।
কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত সময়ের মধ্যেই সব শ্রেণির শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে কাজ করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















