বন্ড ব্যবস্থাপনাকে আধুনিক, গতিশীল ও প্রযুক্তিনির্ভর করতে অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের সঙ্গে বিজিএমইএ’র ইস্যুকৃত ই-ইউডি (ইউটিলাইজেশন ডিক্লারেশন) পদ্ধতির আন্তঃসংযোগ স্থাপন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রোববার (১১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর এ তথ্য জানিয়েছে।
এনবিআর জানায়, বন্ড ব্যবস্থাপনাকে আধুনিক ও যুগোপযোগী করা, বন্ড সুবিধায় আমদানিকৃত কাঁচামাল ও রপ্তানিকৃত পণ্যের শুল্কায়ন দ্রুততর করা এবং যাচাই-বাছাই প্রক্রিয়াকে প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে এ আন্তঃসংযোগ স্থাপন করা হয়েছে। এ জন্য বিজিএমইএ কর্তৃক ইস্যুকৃত ই-ইউডির সঙ্গে অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের সরাসরি সংযোগ স্থাপন করা হয়েছে।

এর ফলে ইউডি যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন ও রিয়েল-টাইম হবে। এতে কাগজপত্রের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমবে, রাজস্ব সুরক্ষা জোরদার হবে এবং আমদানি ও রপ্তানি পণ্যের খালাস প্রক্রিয়া আরও দ্রুত ও স্বচ্ছ হবে বলে মনে করছে এনবিআর।
এর আগে ইউডি যাচাইয়ের ক্ষেত্রে ম্যানুয়াল ভেরিফিকেশন এবং বিজিএমইএ’র নিজস্ব সিস্টেমের ওপর নির্ভর করতে হতো। ফলে বিভিন্ন প্রক্রিয়াগত জটিলতায় পণ্য খালাসে বিলম্ব হতো। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ ছিল।

ডেস্ক রিপোর্ট 






















