শেরপুর প্রতিনিধি: সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) শেরপুর জেলা কর্তৃক আয়োজিত “জেলা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে দিনব্যাপী ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এসডিএফ’র ময়মনসিংহের আঞ্চলিক পরিচালক সৈয়দ মো. মোসাদ্দেক হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসডিএফ শেরপুর জেলার জেলা ব্যবস্থাপক মো. গোলাম মোস্তফা। তিনি স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি এসডিএফ-এর লক্ষ্য, উদ্দেশ্য ও অর্জন তুলে ধরেন।
কর্মশালায় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন এসডিএফ-এর আঞ্চলিক ব্যবস্থাপক (স্বাস্থ্য ও পুষ্টি) ডা. আহমেদ তাকি তাহমিদ।
প্রকল্পের অগ্রগতি বিষয়ে উপস্থাপনা করেন এসডিএফ’র জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা ডা. মো. মেজবাউল মোকার রবিন।
কর্মশালায় অন্যান্যদের মাঝে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক ডা. নীরঞ্জন বন্ধু দাম, এডিসিসি ডা. পীযূষ চন্দ্র সূত্রধর, এমওসিএস ডা. আহসানুল হাবীবসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। কর্মশালায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 






















