ঢাকা ১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিকআপ চালকের মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৫৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

রাজধানীর কদমতলী সাদ্দাম মার্কেটের পাশে তুষার ধারা এলাকায় নির্মাণাধীন ভবনের তৃতীয় তলার নিচতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফাহিম হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় পিকআপ চালক ছিলেন।

সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফাহিম হোসেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার শ্রীপুর গ্রামের আব্দুল হামিদ হাওলাদারের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে সাদ্দাম মার্কেটের পাশে জিরো পয়েন্ট এলাকায় ভাড়া থাকতেন।

নিহতের বড়ো ভাই মাহিম হোসেন জানান, আমার ভাই পিকআপের চালক ছিলেন। আজ বিকেলের দিকে সাদ্দাম মার্কেটের পাশে তুষার ধারা এলাকায় নির্মাণাধীন ভবনের নিচতলায় ঢালাই কাজ শেষে জেনারেটরের সুইচ বন্ধ করার সময় বিদ্যুৎ স্পর্শে অচেতন হয়ে পড়েন। পরে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

As the New Year unfolds, may every effort turn into achievement and every dream into reality. Wish you all a very Happy New Year 2026.

কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিকআপ চালকের মৃত্যু

প্রকাশিত : ০৮:৫৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

রাজধানীর কদমতলী সাদ্দাম মার্কেটের পাশে তুষার ধারা এলাকায় নির্মাণাধীন ভবনের তৃতীয় তলার নিচতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফাহিম হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় পিকআপ চালক ছিলেন।

সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফাহিম হোসেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার শ্রীপুর গ্রামের আব্দুল হামিদ হাওলাদারের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে সাদ্দাম মার্কেটের পাশে জিরো পয়েন্ট এলাকায় ভাড়া থাকতেন।

নিহতের বড়ো ভাই মাহিম হোসেন জানান, আমার ভাই পিকআপের চালক ছিলেন। আজ বিকেলের দিকে সাদ্দাম মার্কেটের পাশে তুষার ধারা এলাকায় নির্মাণাধীন ভবনের নিচতলায় ঢালাই কাজ শেষে জেনারেটরের সুইচ বন্ধ করার সময় বিদ্যুৎ স্পর্শে অচেতন হয়ে পড়েন। পরে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।