ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

মঞ্জু হত্যার বিচার দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে
বরিশাল প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে ভ্যানচালক মঞ্জু হত্যার বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা এগারোটায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কাসেমাবাদ বাসষ্ট্যান্ডে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন এলাকাবাসী।
এতে মহাসড়কের তিন কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
খবরপেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হত্যাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করেন বিক্ষুদ্ধরা।
নিহত মঞ্জু বেপারী (৫০) কাসেমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
বিক্ষুব্ধ এলাকাবাসী জানিয়েছেন-গত শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে ভ্যানচালক মঞ্জুকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার তিনদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত ঘটনার রহস্য উদঘাটন কিংবা আসামিদের গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
মঞ্জু হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী আরো জানিয়েছেন-একটি নির্মম হত্যাকাণ্ডের পরেও যদি অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আমরা দ্রুত ভ্যান চালক মঞ্জু হত্যাকারীদের গ্রেপ্তার দাবী করছি। অন্যথায় কঠোর কর্মসূচি পালন করা হবে।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান
জানিয়েছেন-খবরপেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধদের আশ্বস্ত করার পর অবরোধ প্রত্যাহার করে নিয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
 তিনি আরও জানিয়েছেন-এ ঘটনায় ইতোমধ্যে আমিনুল ইসলাম নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনের পাশাপাশি আসামিদের গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন।
জনপ্রিয় সংবাদ

As the New Year unfolds, may every effort turn into achievement and every dream into reality. Wish you all a very Happy New Year 2026.

মঞ্জু হত্যার বিচার দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

প্রকাশিত : ০৯:০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
বরিশাল প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে ভ্যানচালক মঞ্জু হত্যার বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা এগারোটায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কাসেমাবাদ বাসষ্ট্যান্ডে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন এলাকাবাসী।
এতে মহাসড়কের তিন কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
খবরপেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হত্যাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করেন বিক্ষুদ্ধরা।
নিহত মঞ্জু বেপারী (৫০) কাসেমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
বিক্ষুব্ধ এলাকাবাসী জানিয়েছেন-গত শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে ভ্যানচালক মঞ্জুকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার তিনদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত ঘটনার রহস্য উদঘাটন কিংবা আসামিদের গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
মঞ্জু হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী আরো জানিয়েছেন-একটি নির্মম হত্যাকাণ্ডের পরেও যদি অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আমরা দ্রুত ভ্যান চালক মঞ্জু হত্যাকারীদের গ্রেপ্তার দাবী করছি। অন্যথায় কঠোর কর্মসূচি পালন করা হবে।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান
জানিয়েছেন-খবরপেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধদের আশ্বস্ত করার পর অবরোধ প্রত্যাহার করে নিয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
 তিনি আরও জানিয়েছেন-এ ঘটনায় ইতোমধ্যে আমিনুল ইসলাম নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনের পাশাপাশি আসামিদের গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন।