বেনাপোল-শার্শা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেনাপোল ও শার্শার সাধারণ মানুষের ভাবনা, প্রত্যাশা ও মতামত জানার লক্ষ্যে উন্মুক্ত মঞ্চের আয়োজন করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বেনাপোল সৃজনশিখা। “ভবিষ্যৎ বেনাপোল, শার্শা কেমন দেখতে চান—আজ আসুন উন্মুক্ত মঞ্চে আপনার মতামত, সৃজনশিখা চাইছে আপনার মন্তব্য” শীর্ষক এই কর্মসূচির মাধ্যমে নাগরিক ভাবনা তুলে ধরার সুযোগ সৃষ্টি করা হয়েছে।
উন্মুক্ত মঞ্চে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা, সীমান্ত বাণিজ্য, কর্মসংস্থান, যুবসমাজের ভূমিকা ও সুশাসন নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেন। বক্তারা বলেন, নির্বাচনের আগে জনপ্রতিনিধিদের উচিত সাধারণ মানুষের কথা শোনা এবং সেই অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সৃজনশিখার প্রতিষ্ঠাতা মুস্তাফিজ্জোহা সেলিম বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু ভোটের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি নাগরিকদের স্বপ্ন ও প্রত্যাশা প্রকাশেরও একটি সুযোগ। বেনাপোল-শার্শার মানুষ ভবিষ্যতে কেমন এলাকা দেখতে চায়—সেই ভাবনাগুলোই আমরা উন্মুক্ত মঞ্চে তুলে ধরছি।”
তিনি আরও জানান, উন্মুক্ত মঞ্চে প্রাপ্ত নাগরিক মতামত সংকলন করে একটি লিখিত প্রতিবেদন তৈরি করা হবে, যা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী, সংশ্লিষ্ট মহল ও নীতিনির্ধারকদের কাছে তুলে ধরা হবে।
সৃজনশিখার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় সচেতন মহল মনে করেন, নির্বাচনের আগে এ ধরনের নাগরিক সংলাপ বেনাপোল ও শার্শার গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করবে।

ডেস্ক রিপোর্ট 






















