ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

আইসিসির প্রতিনিধি দল বিশ্বকাপ ইস্যুতে আলোচনা করতে বাংলাদেশে আসছে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু নিয়ে চলছে দোটানা। আইসিসিকে সরাসরি বিসিবি জানিয়েছে ভারতের মাটিতে না খেলার কথা। তবে আইসিসি বাংলাদেশকে অনুরোধ করেছে সিদ্ধান্ত পুনঃবিবেচনা করার। সবশেষ এই ইস্যুতে কথা বললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে আসিফ নজরুল বলেন, ‘আমি সর্বশেষ অবস্থা শুধু এইটুকুই জানি, আমাকে আমিনুল ইসলাম বুলবুল সাহেব জানিয়েছে যে, আইসিসির একটা টিম হয়ত আসছে বাংলাদেশে কথা বলার জন্য।’

বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করে ক্রীড়া উপদেষ্টা জানান, ‘আমরা আমাদের অবস্থান থেকে সরার কোনো সুযোগ নাই। আমরা প্রচণ্ডভাবে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই এবং সেটা আমরা আমাদের দেশেই খেলতে চাই। এবং এটা আয়োজন করা অসম্ভব না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

পরে সাম্প্রতিক সময়ে ক্রিকেট অঙ্গনে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে আসিফ নজরুল বলেন, ‘আপনাকে ক্রিকেটের কথাটা একটু বলি। খুব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে হয়েছে। এখানে আপনারা লক্ষ্য করেছেন, আমরা একজন ক্রিকেটার মুস্তাফিজের অবমাননা হয়েছে দেখে পুরা বাংলাদেশ রুখে দাঁড়িয়েছে।’

‘তো সেখানে আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক পুরা বাংলাদেশের সমস্ত ক্রিকেটারদেরকে অপমানজনক যে মন্তব্য করেছেন, অপমানজনক যে মন্তব্য করেছেন আমি একজন ক্রিকেট ভক্ত হিসেবে বলি আমার কাছে খুবই দায়িত্বহীন মনে হয়েছে এটা।’-যোগ করেন তিনি।

দেশের ভাবমূর্তি ও সম্মানের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে আসিফ নজরুল জানান, ‘আমাদের এখন বিশ্বকে এই বার্তা দেওয়া প্রয়োজন যে আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি। ক্রিকেট বোর্ড, ক্রিকেটার, ক্রিকেট ভক্ত- আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি। আমরা দেশের মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ রয়েছি।’

সবশেষে দায়িত্বশীল জায়গা থেকে এমন মন্তব্য আসায় হতাশা প্রকাশ আসিফ নজরুলের, ‘এরকম একটা সময়ে একটা দায়িত্বশীল পদে থেকে সমস্ত ক্রিকেটারদেরকে অপমান করে কথাবার্তা বলা এটা… এটা কীভাবে একজন মানে… এটা কীভাবে সম্ভব হলো আমি বুঝতে পারছি না আর কি। খুব দুঃখজনক, খুবই দুঃখজনক। যাই হোক, এটা ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ ব্যাপার তারা ব্যবস্থা নিবে।’

জনপ্রিয় সংবাদ

সায়েন্স ল্যাবে ঢাবির বাসে হামলা

আইসিসির প্রতিনিধি দল বিশ্বকাপ ইস্যুতে আলোচনা করতে বাংলাদেশে আসছে

প্রকাশিত : ১২:০৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু নিয়ে চলছে দোটানা। আইসিসিকে সরাসরি বিসিবি জানিয়েছে ভারতের মাটিতে না খেলার কথা। তবে আইসিসি বাংলাদেশকে অনুরোধ করেছে সিদ্ধান্ত পুনঃবিবেচনা করার। সবশেষ এই ইস্যুতে কথা বললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে আসিফ নজরুল বলেন, ‘আমি সর্বশেষ অবস্থা শুধু এইটুকুই জানি, আমাকে আমিনুল ইসলাম বুলবুল সাহেব জানিয়েছে যে, আইসিসির একটা টিম হয়ত আসছে বাংলাদেশে কথা বলার জন্য।’

বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করে ক্রীড়া উপদেষ্টা জানান, ‘আমরা আমাদের অবস্থান থেকে সরার কোনো সুযোগ নাই। আমরা প্রচণ্ডভাবে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই এবং সেটা আমরা আমাদের দেশেই খেলতে চাই। এবং এটা আয়োজন করা অসম্ভব না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

পরে সাম্প্রতিক সময়ে ক্রিকেট অঙ্গনে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে আসিফ নজরুল বলেন, ‘আপনাকে ক্রিকেটের কথাটা একটু বলি। খুব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে হয়েছে। এখানে আপনারা লক্ষ্য করেছেন, আমরা একজন ক্রিকেটার মুস্তাফিজের অবমাননা হয়েছে দেখে পুরা বাংলাদেশ রুখে দাঁড়িয়েছে।’

‘তো সেখানে আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক পুরা বাংলাদেশের সমস্ত ক্রিকেটারদেরকে অপমানজনক যে মন্তব্য করেছেন, অপমানজনক যে মন্তব্য করেছেন আমি একজন ক্রিকেট ভক্ত হিসেবে বলি আমার কাছে খুবই দায়িত্বহীন মনে হয়েছে এটা।’-যোগ করেন তিনি।

দেশের ভাবমূর্তি ও সম্মানের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে আসিফ নজরুল জানান, ‘আমাদের এখন বিশ্বকে এই বার্তা দেওয়া প্রয়োজন যে আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি। ক্রিকেট বোর্ড, ক্রিকেটার, ক্রিকেট ভক্ত- আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি। আমরা দেশের মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ রয়েছি।’

সবশেষে দায়িত্বশীল জায়গা থেকে এমন মন্তব্য আসায় হতাশা প্রকাশ আসিফ নজরুলের, ‘এরকম একটা সময়ে একটা দায়িত্বশীল পদে থেকে সমস্ত ক্রিকেটারদেরকে অপমান করে কথাবার্তা বলা এটা… এটা কীভাবে একজন মানে… এটা কীভাবে সম্ভব হলো আমি বুঝতে পারছি না আর কি। খুব দুঃখজনক, খুবই দুঃখজনক। যাই হোক, এটা ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ ব্যাপার তারা ব্যবস্থা নিবে।’