প্রাণী সুরক্ষায় ১০ জন ভেটেরিনারি সার্জন নিয়োগের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। শুক্রবার (১৬ জানুয়ারি) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।
এছাড়া গতকাল পথপ্রাণী ব্যবস্থাপনা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং প্রাণী কল্যাণ নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও ফাঁড়ি ফ্রেন্ডস ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

জানা গেছে, সমঝোতা স্মারকের আওতায় সিএনভিআর কার্যক্রম বাস্তবায়ন, জলাতঙ্ক নিয়ন্ত্রণ, জনসচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা এবং বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়া ডিএনসিসি ও ফাঁড়ি ফ্রেন্ডস ফাউন্ডেশন যৌথভাবে পথপ্রাণীদের টিকাদান কর্মসূচি পরিচালনা করবে এবং মানবিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে সিএনভিআর কার্যক্রম বাস্তবায়ন করবে।
এদিকে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, প্রাণী সুরক্ষায় ডিএনসিসি ১০ জন ভেটেরিনারি সার্জন নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।
ডিএনসিসির সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনসহ যৌথ উদ্যোগের মাধ্যমে বর্জ্যকে পথপ্রাণীদের খাদ্যে রূপান্তরের ব্যবস্থা করা হচ্ছে। এর ফলে একদিকে নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে, অন্যদিকে পথপ্রাণীদের খাদ্য চাহিদা পূরণে একটি টেকসই সমাধান নিশ্চিত করা যাবে বলে দাবি ডিএনসিসির।

ডেস্ক রিপোর্ট 






















