বেনাপোল-শার্শা প্রতিনিধি: যশোরের শার্শার কায়বা সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ভারতীয় ২৭.২২০ পিচ DEXON ট্যাবলেট ও ৪২ বোতল মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
শনিবার (১৭ জানুয়ারি) ভোরে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র অভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় ১৬ জানুয়ারি ২০২৬ তারিখ রাতে কায়বা বিওপির সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২৭২২০ পিস ভারতীয় DEXON ট্যাবলেট এবং ৪২ বোতল ভারতীয় মদ আটক করা হয়।
বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।

ডেস্ক রিপোর্ট 






















