কুমিল্লা প্রতিনিধি: বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন , সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্বপ্নকে পূরন করতে হবে, তিনি ছিলেন দেশ নায়ক।তিনি গণতন্ত্রের জন্য, দেশের জন্য ,দেশের মানুষের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য নিজেকে বিসর্জন দিয়েছে। তার আদর্শ নিয়ে আমাদের দেশের জন্য কাজ করতে হবে।

তিনি আজ শনিবার দাউদকান্দি উপজেলা প্রাঙ্গনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।প্রধান বক্তা বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মারুক হোসেন । বিশেষ অতিথি কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা আবুল হাসেম ,দাউদকান্দি উপজেলা বিএনপি সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা এ,কে সামসুল হক। পৌর বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক পিটার চৌধুরী , মাহবুব আলম হিরন, কামাল হোসেন,যুবদল নেতা মামুন ভুইয়া, ভিপি শাহাবুদ্দিন আহমেদ,রোমান খন্দকার, শরীফ চৌধুরী, মহিলা দলের নেতা , এডভোকেট ফরিদা ইয়াসমিন, আইরিন সরকার,খালেদা আক্তার শিল্পী, স্বেস্বাসেবকদল নেতা জামাল মোল্লা,জাসাস নেতা সোহেল মোল্লা। উপস্থিত ছিলেন যুবদল নেতা বোরহান আহমেদ, আলআমিন সরকার ,শাহিন আলম দিপু প্রমুখ।

ডেস্ক রিপোর্ট 






















