ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

সোনারগাঁয়ে পুলিশ ও জনতার হাতে ৭ ডাকাত আটক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:০২:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ২ বার দেখা হয়েছে
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কের পাশে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সাত ডাকাতকে আটক করেছে পুলিশ ও স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাত নয়টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের সিংলাব এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসীর গণধোলাইয়ে ডাকাত সদস্যরা আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এশিয়ান হাইওয়ে (মদনপুর-জয়দেবপুর) সড়কের বিভিন্ন স্থানে প্রতিদিন সন্ধ্যায় সংঘবদ্ধ ডাকাত সক্রিয় হয়ে ওঠে। তারা অস্ত্রের মুখে যাত্রী ও বিদেশ ফেরত ব্যক্তিদের বহনকারী গাড়ি লক্ষ্য করে সর্বস্ব লুট করে আসছিল। শুক্রবার রাতে সিংলাব ব্রিজ সংলগ্ন জঙ্গলে ১০ থেকে ১২ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে; এমন খবরে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাদের চারপাশ থেকে ঘিরে ফেলেন।
আটক ডাকাতরা হলেন– মো. আবদুল্লাহ (২২), মিন্টু (২১), হৃদয় (২০), সাগর (২৩), শিপন (১৮), জাকির হোসেন (২৫) ও জিতেন্দ্র বর্মন (২২)। তাদের কাছ থেকে ছোরা, চাপাতি ও লোহার রড উদ্ধার করা হয়েছে। তবে আটককৃতদের দাবী তারা স্থানীয় ইউনাইটেড প্লাস্টিক কারাখানার শ্রমিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, আটকের পর উত্তেজিত জনতা ডাকাতদের গণধোলাই দেয় ও পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
তালতলা তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবদুল হক বলেন, গণধোলাইয়ে আহত হওয়ায় তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ জানান, এশিয়ান হাইওয়েতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৭ জনকে আটক করা হয়। শনিবার তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।
জনপ্রিয় সংবাদ

নলছিটির সুবিদপুর ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি নাইমুল – সম্পাদক নাইম

সোনারগাঁয়ে পুলিশ ও জনতার হাতে ৭ ডাকাত আটক

প্রকাশিত : ০৩:০২:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কের পাশে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সাত ডাকাতকে আটক করেছে পুলিশ ও স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাত নয়টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের সিংলাব এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসীর গণধোলাইয়ে ডাকাত সদস্যরা আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এশিয়ান হাইওয়ে (মদনপুর-জয়দেবপুর) সড়কের বিভিন্ন স্থানে প্রতিদিন সন্ধ্যায় সংঘবদ্ধ ডাকাত সক্রিয় হয়ে ওঠে। তারা অস্ত্রের মুখে যাত্রী ও বিদেশ ফেরত ব্যক্তিদের বহনকারী গাড়ি লক্ষ্য করে সর্বস্ব লুট করে আসছিল। শুক্রবার রাতে সিংলাব ব্রিজ সংলগ্ন জঙ্গলে ১০ থেকে ১২ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে; এমন খবরে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাদের চারপাশ থেকে ঘিরে ফেলেন।
আটক ডাকাতরা হলেন– মো. আবদুল্লাহ (২২), মিন্টু (২১), হৃদয় (২০), সাগর (২৩), শিপন (১৮), জাকির হোসেন (২৫) ও জিতেন্দ্র বর্মন (২২)। তাদের কাছ থেকে ছোরা, চাপাতি ও লোহার রড উদ্ধার করা হয়েছে। তবে আটককৃতদের দাবী তারা স্থানীয় ইউনাইটেড প্লাস্টিক কারাখানার শ্রমিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, আটকের পর উত্তেজিত জনতা ডাকাতদের গণধোলাই দেয় ও পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
তালতলা তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবদুল হক বলেন, গণধোলাইয়ে আহত হওয়ায় তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ জানান, এশিয়ান হাইওয়েতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৭ জনকে আটক করা হয়। শনিবার তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।