ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

নলছিটির সুবিদপুর ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি নাইমুল – সম্পাদক নাইম

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে
নলছিটি( ঝালকাঠি) প্রতিনিধি: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ৫নং সুবিদপুর ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় নলছিটি উপজেলার তালতলা বাহাদুরপুর দাখিল মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত ইউনিয়ন সম্মেলন–২০২৬ শেষে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে এম. নাইমুল ইসলাম নাইমকে সভাপতি, ইমন আকনকে সহ-সভাপতি এবং মুহাম্মদ নাইম ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি মাওলানা মাইনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি মোহাম্মদ শিপন আল ফারাবী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ইসলামী ছাত্র আন্দোলনের প্রকাশনা ও দফতর সম্পাদক এম হাসান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ আবু মুসা সরদার।
নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, কুরআন-সুন্নাহভিত্তিক আদর্শ বাস্তবায়নে ছাত্রসমাজকে আরও সংগঠিত করতে হবে। পাশাপাশি ইউনিয়নভিত্তিক কার্যক্রমে লোকসংখ্যা বাড়ানো ও তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা।
নবগঠিত কমিটির মাধ্যমে সুবিদপুর ইউনিয়নে ইসলামী ছাত্র আন্দোলনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
জনপ্রিয় সংবাদ

দুমকিতে এম‌এস ফাউন্ডেশনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

নলছিটির সুবিদপুর ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি নাইমুল – সম্পাদক নাইম

প্রকাশিত : ০৪:০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
নলছিটি( ঝালকাঠি) প্রতিনিধি: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ৫নং সুবিদপুর ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় নলছিটি উপজেলার তালতলা বাহাদুরপুর দাখিল মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত ইউনিয়ন সম্মেলন–২০২৬ শেষে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে এম. নাইমুল ইসলাম নাইমকে সভাপতি, ইমন আকনকে সহ-সভাপতি এবং মুহাম্মদ নাইম ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি মাওলানা মাইনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি মোহাম্মদ শিপন আল ফারাবী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ইসলামী ছাত্র আন্দোলনের প্রকাশনা ও দফতর সম্পাদক এম হাসান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ আবু মুসা সরদার।
নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, কুরআন-সুন্নাহভিত্তিক আদর্শ বাস্তবায়নে ছাত্রসমাজকে আরও সংগঠিত করতে হবে। পাশাপাশি ইউনিয়নভিত্তিক কার্যক্রমে লোকসংখ্যা বাড়ানো ও তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা।
নবগঠিত কমিটির মাধ্যমে সুবিদপুর ইউনিয়নে ইসলামী ছাত্র আন্দোলনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।