টানা দুই হারে এমনিতেই দলের মানসিক অবস্থা তলানিতে। এই সমকয়ে দর্শকদের পাশে চেয়েছিলেন রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া। কিন্তু সেই চাওয়া পূরণ করেনি ক্লাব সমর্থকরা। উল্টো লেভান্তের বিপক্ষে ম্যাচে দুয়ো দিয়েছে সমর্থকরা।
গত কয়েক মাস ধরেই নিজেদের হারিয়ে খুঁজছে রিয়াল। গত কয়েক দিনে পারফরম্যান্স গ্রাফ আরো নিচে নেমেছে। গেল সপ্তাহে টানা দুই হারে একটি ট্রফিও হাতছাড়া হয়েছে। আরেক প্রতিযোগিতা থেকে আগেভাগে ছিটকে গেছে দল।

গত বুধবার দ্বিতীয় স্তরের দল আলবাসেতের বিপক্ষে হেরে কোপা দেল রের শেষ ষোলো থেকে বিদায় নেয় স্পেনের সফলতম ক্লাবটি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে কোচ বলেছেন, দুয়ো দেওয়ার অধিকার সমর্থকদের আছে।
কোচ বলেন, ‘বার্নাব্যুয়ের (সমর্থকদের) প্রতি সবসময়ই আমার সম্মান আছে। আমিও অনেকবার দুয়ো শুনেছি এবং ক্লাবের উঁচু মানই আমাদের সেরা বানিয়েছে…সমর্থকরা জানেন, আমরা আরও অনেক ভালো খেলতে পারি, রিয়াল মাদ্রিদের মানে।’
‘আমরা ভালো একটা সপ্তাহ কাটাইনি এবং সমর্থকদের পূর্ণ অধিকার আছে আমাদের দুয়ো দেওয়ার। এখন কোচ হিসেবে আমাকে তাদের ভালোবাসা অর্জন করতে হবে। আমাকে নিয়েও দুয়ো দেওয়া হয়েছে।’

ডেস্ক রিপোর্ট 






















