ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

সাড়ে ৮৯ কোটি টাকার দুটি হাই স্পিড বোট কোস্টগার্ডের জন্য কেনা হচ্ছে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:১৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

বাংলাদেশ কোস্টগার্ডের সক্ষমতা বাড়াতে দুটি বড় আকারের হাই স্পিড বোট কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ব্যয় ধরা হয়েছে ৮৯ কোটি ৫০ লাখ ১৯ হাজার ১৮৭ টাকা।

সরাসরি ক্রয় পদ্ধতিতে নৌবাহিনীর প্রতিষ্ঠান খুলনা শিপইয়ার্ড লিমিটেডের কাছ থেকে এই বোট দুটি কেনা হবে।

বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ কোস্টগার্ডের জন্য দুটি বড় হাই স্পিড বোট কেনার প্রস্তাব পেশ করা হয়। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি বিস্তারিত পর্যালোচনা শেষে তা অনুমোদনের সিদ্ধান্ত দেয়। চুক্তি অনুযায়ী, ৮৯ কোটি ৫০ লাখ ১৯ হাজার ১৮৭ টাকা ব্যয়ে বাংলাদেশ নৌবাহিনীর খুলনা শিপইয়ার্ড লিমিটেড এই বোট দুটি সরবরাহ করবে।

এদিকে একই বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব বাতিল করা হয়েছে। ‘চট্টগ্রামের মিরসরাই ও সন্দ্বীপ, কক্সবাজারের সোনাদিয়া দ্বীপ ও টেকনাফ (সাবরাং ও জালিয়ার দ্বীপ) অংশে জেটিসহ আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় জেটি ও অবকাঠামো স্থাপন সংক্রান্ত একটি দরপত্র প্রস্তাব পর্যালোচনা শেষে বাতিল করেছে উপদেষ্টা পরিষদ কমিটি।

জনপ্রিয় সংবাদ

রোজায় স্কুল খোলা রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে মাউশিতে আবেদন

সাড়ে ৮৯ কোটি টাকার দুটি হাই স্পিড বোট কোস্টগার্ডের জন্য কেনা হচ্ছে

প্রকাশিত : ০৯:১৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

বাংলাদেশ কোস্টগার্ডের সক্ষমতা বাড়াতে দুটি বড় আকারের হাই স্পিড বোট কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ব্যয় ধরা হয়েছে ৮৯ কোটি ৫০ লাখ ১৯ হাজার ১৮৭ টাকা।

সরাসরি ক্রয় পদ্ধতিতে নৌবাহিনীর প্রতিষ্ঠান খুলনা শিপইয়ার্ড লিমিটেডের কাছ থেকে এই বোট দুটি কেনা হবে।

বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ কোস্টগার্ডের জন্য দুটি বড় হাই স্পিড বোট কেনার প্রস্তাব পেশ করা হয়। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি বিস্তারিত পর্যালোচনা শেষে তা অনুমোদনের সিদ্ধান্ত দেয়। চুক্তি অনুযায়ী, ৮৯ কোটি ৫০ লাখ ১৯ হাজার ১৮৭ টাকা ব্যয়ে বাংলাদেশ নৌবাহিনীর খুলনা শিপইয়ার্ড লিমিটেড এই বোট দুটি সরবরাহ করবে।

এদিকে একই বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব বাতিল করা হয়েছে। ‘চট্টগ্রামের মিরসরাই ও সন্দ্বীপ, কক্সবাজারের সোনাদিয়া দ্বীপ ও টেকনাফ (সাবরাং ও জালিয়ার দ্বীপ) অংশে জেটিসহ আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় জেটি ও অবকাঠামো স্থাপন সংক্রান্ত একটি দরপত্র প্রস্তাব পর্যালোচনা শেষে বাতিল করেছে উপদেষ্টা পরিষদ কমিটি।