ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

ডিআইইউ ২৫ বছরে পদার্পণ করল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:১৭:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

সাফল্য, উদ্ভাবন আর শিক্ষার প্রসারের দুই দশক পেরিয়ে রজতজয়ন্তীর দোরগোড়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠার ২৪ বছর পূর্তি ও ২৫ বছরে পদার্পণ উপলক্ষ্যে ২৫টি অনুষ্ঠানের মাধ্যমে বছরব্যাপী কর্মসূচির বর্ণাঢ্য সূচনা করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) ড্যাফোডিল স্মার্ট সিটির স্বাধীনতা সম্মেলন কেন্দ্র ও কেন্দ্রীয় মাঠে আয়োজিত এক উৎসবমুখর অনুষ্ঠানের মাধ্যমে এই গৌরবোজ্জ্বল পথচলার উদযাপন শুরু হয়।

দিনের শুরুতে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর জাতীয় সংগীত পরিবেশন এবং বিভিন্ন ক্লাবের অংশগ্রহণে ডিআইইউ থিম সংয়ের সঙ্গে একটি আকর্ষণীয় ফ্ল্যাশ মব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল ‘রেড টু গ্রিন: ডিআইইউ জার্নি’ শীর্ষক একটি শৈল্পিক নৃত্য পরিবেশনা, যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা, মৌলিক মূল্যবোধ এবং টেকসই উন্নয়নের দর্শন ফুটিয়ে তোলা হয়। এ ছাড়া কেন্দ্রীয় মাঠে শিক্ষার্থীদের পরিবেশিত দেশাত্মবোধক ও অনুপ্রেরণামূলক গান আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করে।

শুভেচ্ছা বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম আর কবীর ডিআইইউর শিক্ষা, গবেষণা ও মানবিক মূল্যবোধভিত্তিক দীর্ঘ যাত্রার স্মৃতিচারণ করেন। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সবুর খান তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত নেতৃত্বের দর্শন এবং মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। সমাপনী বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. মাসুম ইকবাল রজতজয়ন্তী বছরের ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির রূপরেখা তুলে ধরেন।

বিশ্ববিদ্যালয়ের এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটস ডিআইইউ এয়ার রোভার স্কাউট গ্রুপের সদস্যদের বিভিন্ন মর্যাদাপূর্ণ পদকে ভূষিত করেছে। এমেরিটাস অধ্যাপক ড. এম লুৎফর রহমান বাংলাদেশ স্কাউটসের দ্বিতীয় সর্বোচ্চ পদক ‘রৌপ্য ইলিশ’ অর্জন করেছেন।

উল্লেখ্য, এখন পর্যন্ত দেশের আর কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো ব্যক্তি এই বিরল সম্মাননা পাননি। এ ছাড়া ট্রাস্টি বোর্ডের সদস্য ও এয়ার রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ড. মোহাম্মদ এমরান হোসেন ‘মেডাল অব মেরিট’ এবং রোভার স্কাউট লিডার ফারহানা রহমান ‘বার টু দ্য মেডাল অব মেরিট’ অর্জন করেন। পাশাপাশি গ্রুপের তিনজন রোভার স্কাউট ‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ লাভ করেছেন।

২৫ বছরে পদার্পণের ক্ষণগণনা শুরুর বিশেষ মুহূর্ত হিসেবে আয়োজিত হয় ‘মশাল প্রজ্বলন’ কর্মসূচি। জ্ঞান, আলোকিত ভবিষ্যৎ ও নিরবচ্ছিন্ন অগ্রগতির প্রতীক হিসেবে এই মশাল প্রজ্বলন করা হয়। এরপর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। আগামী এক বছর জুড়ে শিক্ষা, উদ্ভাবন, গবেষণা ও সামাজিক দায়বদ্ধতার নানা সৃজনশীল কর্মসূচির মাধ্যমে এই রজতজয়ন্তী উদযাপন অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

নলছিটি ছাত্রদলের সমন্বয় ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ডিআইইউ ২৫ বছরে পদার্পণ করল

প্রকাশিত : ০৪:১৭:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

সাফল্য, উদ্ভাবন আর শিক্ষার প্রসারের দুই দশক পেরিয়ে রজতজয়ন্তীর দোরগোড়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠার ২৪ বছর পূর্তি ও ২৫ বছরে পদার্পণ উপলক্ষ্যে ২৫টি অনুষ্ঠানের মাধ্যমে বছরব্যাপী কর্মসূচির বর্ণাঢ্য সূচনা করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) ড্যাফোডিল স্মার্ট সিটির স্বাধীনতা সম্মেলন কেন্দ্র ও কেন্দ্রীয় মাঠে আয়োজিত এক উৎসবমুখর অনুষ্ঠানের মাধ্যমে এই গৌরবোজ্জ্বল পথচলার উদযাপন শুরু হয়।

দিনের শুরুতে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর জাতীয় সংগীত পরিবেশন এবং বিভিন্ন ক্লাবের অংশগ্রহণে ডিআইইউ থিম সংয়ের সঙ্গে একটি আকর্ষণীয় ফ্ল্যাশ মব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল ‘রেড টু গ্রিন: ডিআইইউ জার্নি’ শীর্ষক একটি শৈল্পিক নৃত্য পরিবেশনা, যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা, মৌলিক মূল্যবোধ এবং টেকসই উন্নয়নের দর্শন ফুটিয়ে তোলা হয়। এ ছাড়া কেন্দ্রীয় মাঠে শিক্ষার্থীদের পরিবেশিত দেশাত্মবোধক ও অনুপ্রেরণামূলক গান আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করে।

শুভেচ্ছা বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম আর কবীর ডিআইইউর শিক্ষা, গবেষণা ও মানবিক মূল্যবোধভিত্তিক দীর্ঘ যাত্রার স্মৃতিচারণ করেন। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সবুর খান তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত নেতৃত্বের দর্শন এবং মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। সমাপনী বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. মাসুম ইকবাল রজতজয়ন্তী বছরের ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির রূপরেখা তুলে ধরেন।

বিশ্ববিদ্যালয়ের এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটস ডিআইইউ এয়ার রোভার স্কাউট গ্রুপের সদস্যদের বিভিন্ন মর্যাদাপূর্ণ পদকে ভূষিত করেছে। এমেরিটাস অধ্যাপক ড. এম লুৎফর রহমান বাংলাদেশ স্কাউটসের দ্বিতীয় সর্বোচ্চ পদক ‘রৌপ্য ইলিশ’ অর্জন করেছেন।

উল্লেখ্য, এখন পর্যন্ত দেশের আর কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো ব্যক্তি এই বিরল সম্মাননা পাননি। এ ছাড়া ট্রাস্টি বোর্ডের সদস্য ও এয়ার রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ড. মোহাম্মদ এমরান হোসেন ‘মেডাল অব মেরিট’ এবং রোভার স্কাউট লিডার ফারহানা রহমান ‘বার টু দ্য মেডাল অব মেরিট’ অর্জন করেন। পাশাপাশি গ্রুপের তিনজন রোভার স্কাউট ‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ লাভ করেছেন।

২৫ বছরে পদার্পণের ক্ষণগণনা শুরুর বিশেষ মুহূর্ত হিসেবে আয়োজিত হয় ‘মশাল প্রজ্বলন’ কর্মসূচি। জ্ঞান, আলোকিত ভবিষ্যৎ ও নিরবচ্ছিন্ন অগ্রগতির প্রতীক হিসেবে এই মশাল প্রজ্বলন করা হয়। এরপর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। আগামী এক বছর জুড়ে শিক্ষা, উদ্ভাবন, গবেষণা ও সামাজিক দায়বদ্ধতার নানা সৃজনশীল কর্মসূচির মাধ্যমে এই রজতজয়ন্তী উদযাপন অব্যাহত থাকবে।