ঢাকা ০৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফরম জমার সময় বাড়ল জাতীয় বিশ্ববিদ্যালয়ের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:১৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্ব ও আইসিটি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী, আবেদন ফরম ও বিবরণী পূরণের শেষ তারিখ ১৬ ফেব্রুয়ারি। কলেজগুলোর ডাটা এন্ট্রি ও নিশ্চয়ন শেষ করার শেষ তারিখ ১৮ ফেব্রুয়ারি এবং সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি।

সোমবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের সই করা এক স্মারকে এসব তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়, ২০১৮-২০১৯ এবং ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাও বিশেষ অন্তর্ভুক্তি ফি প্রদান সাপেক্ষে শুধুমাত্র ২০২৩ সালের এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করতে পারবেন।

একই সঙ্গে, আগের একটি বিজ্ঞপ্তির ৮ নম্বর শর্তাবলি সংশোধন করে কলেজগুলোর করণীয় বিষয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। সংশোধিত শর্ত অনুসারে, ২০২৩ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষায় প্রথমবার অংশগ্রহণকারী সব পরীক্ষার্থীর ইনকোর্স ও টার্ম পেপারের নম্বর কলেজকে অবশ্যই info.nu.ac.bd ওয়েবসাইটে এন্ট্রি দিতে হবে। শুধুমাত্র যেসব শিক্ষার্থীর নম্বর অনলাইনে এন্ট্রি ও নিশ্চিত করা হবে, তারাই ফরম পূরণের আবেদন করতে পারবেন এবং পরবর্তীতে প্রবেশপত্র পাবেন।

কলেজগুলোর জন্য অনলাইন ডাটা এন্ট্রি, সম্ভাব্য পরীক্ষার্থীর তালিকা যাচাই, বিভাগীয় প্রধান ও অধ্যক্ষের নিশ্চয়ন এবং শিক্ষার্থীদের সদ্য তোলা সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি সংযোজনসহ সব প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অনলাইন পোর্টাল নির্ধারিত সময়ের পর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে, তাই কলেজগুলোকে সময়মতো সব কার্যক্রম শেষ করতে হবে।

জনপ্রিয় সংবাদ

সারাজীবন রাষ্ট্রের কাছ থেকে নিয়েছি, এবার দেওয়ার সময় : চট্টগ্রামের ডিসি

মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফরম জমার সময় বাড়ল জাতীয় বিশ্ববিদ্যালয়ের

প্রকাশিত : ১২:১৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্ব ও আইসিটি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী, আবেদন ফরম ও বিবরণী পূরণের শেষ তারিখ ১৬ ফেব্রুয়ারি। কলেজগুলোর ডাটা এন্ট্রি ও নিশ্চয়ন শেষ করার শেষ তারিখ ১৮ ফেব্রুয়ারি এবং সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি।

সোমবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের সই করা এক স্মারকে এসব তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়, ২০১৮-২০১৯ এবং ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাও বিশেষ অন্তর্ভুক্তি ফি প্রদান সাপেক্ষে শুধুমাত্র ২০২৩ সালের এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করতে পারবেন।

একই সঙ্গে, আগের একটি বিজ্ঞপ্তির ৮ নম্বর শর্তাবলি সংশোধন করে কলেজগুলোর করণীয় বিষয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। সংশোধিত শর্ত অনুসারে, ২০২৩ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষায় প্রথমবার অংশগ্রহণকারী সব পরীক্ষার্থীর ইনকোর্স ও টার্ম পেপারের নম্বর কলেজকে অবশ্যই info.nu.ac.bd ওয়েবসাইটে এন্ট্রি দিতে হবে। শুধুমাত্র যেসব শিক্ষার্থীর নম্বর অনলাইনে এন্ট্রি ও নিশ্চিত করা হবে, তারাই ফরম পূরণের আবেদন করতে পারবেন এবং পরবর্তীতে প্রবেশপত্র পাবেন।

কলেজগুলোর জন্য অনলাইন ডাটা এন্ট্রি, সম্ভাব্য পরীক্ষার্থীর তালিকা যাচাই, বিভাগীয় প্রধান ও অধ্যক্ষের নিশ্চয়ন এবং শিক্ষার্থীদের সদ্য তোলা সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি সংযোজনসহ সব প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অনলাইন পোর্টাল নির্ধারিত সময়ের পর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে, তাই কলেজগুলোকে সময়মতো সব কার্যক্রম শেষ করতে হবে।