বাংলাদেশের আম্পায়ারিংয়ের মানকে উন্নতি করার লক্ষ্যে সাইমন টোফেলকে নিয়োগ দিয়েছিল বিসিবি। সদ্য শেষ বিপিএলে আন্তর্জাতিক প্যানেলের বাংলাদেশি আম্পায়ারদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন তিনি। আজ গণমাধ্যমকে টোফেল বলেছেন, আম্পায়ারিংয়ের মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে, যদিও উন্নতির কোনো শেষ নেই।
তিনি বলেন, ‘আমি বাংলাদেশি আম্পায়ারদের রেটিং দিয়ে কোনো হেডলাইন বানাতে চাই না। তবে তারা বেশ ভালো। বিপিএলে আন্তর্জাতিক প্যানেলের আম্পায়ারদের মান অনেক উন্নত ছিল। ফাইনালে বাংলাদেশের তিনজন আম্পায়ারকে দেখা ছিল দারুণ ব্যাপার।’

বিপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে আম্পায়ারিং নিয়ে কোনো বিতর্ক না থাকা বড় সাফল্য হিসেবে দেখছেন টোফেল, ‘প্লে-অফ বা ফাইনালে কেউ আম্পায়ারিং নিয়ে কথা বলেনি—এটা একটি বড় অর্জন। আমরা বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও এমন পরিবেশ দেখতে চাই।’
তবে উন্নতির জায়গা এখনও রয়েছে বলে মনে করেন টোফেল, ‘উন্নতির কোনো শেষ নেই। আমরা প্যানেলের আকার কিছুটা কমিয়ে পারফরম্যান্সের মান ও ধারাবাহিকতা বাড়ানোর চেষ্টা করছি। খেলোয়াড়রাও সেটাই চায়।’
ম্যাচ অফিসিয়ালদের ম্যানেজমেন্ট কাঠামো আরও শক্তিশালী করা নিয়ে টাফেল। বলেন, ‘ঘরোয়া পর্যায়ে যত ভালো মূল্যায়ন করা যাবে, বিপিএলে ওঠার আগেই আম্পায়ারদের সমস্যাগুলো তত ভালোভাবে সমাধান করা সম্ভব হবে।’

ডেস্ক রিপোর্ট 






















