ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

ধানের শীষের পক্ষে বাউফলের আদাবাড়িয়ায় নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৪৯:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মী পাসা এলাকায় ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-০২ (বাউফল) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদারের সুযোগ্য সন্তান রাইয়ান আকাশ তালুকদার।
বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি সামসুল হক গাজী। প্রধান অতিথির বক্তব্যে রাইয়ান আকাশ তালুকদার বলেন, “বাউফলকে একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করব। জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা হবে।” তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল। জনগণের জান-মাল ও সম্মান রক্ষায় বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে। আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। উঠান বৈঠকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত

ধানের শীষের পক্ষে বাউফলের আদাবাড়িয়ায় নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত : ০৯:৪৯:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মী পাসা এলাকায় ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-০২ (বাউফল) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদারের সুযোগ্য সন্তান রাইয়ান আকাশ তালুকদার।
বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি সামসুল হক গাজী। প্রধান অতিথির বক্তব্যে রাইয়ান আকাশ তালুকদার বলেন, “বাউফলকে একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করব। জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা হবে।” তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল। জনগণের জান-মাল ও সম্মান রক্ষায় বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে। আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। উঠান বৈঠকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।