আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কঠোর নজরদারি করছেন উপজেলা প্রশাসন।
৩০ জানুয়ারি (শুক্রবার) বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার মোবাইল কোর্ট ও টহল পরিচালনা করেন। অভিযানে নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলার তদারকি এবং আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।

সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ২৭ ধারা মোতাবেক পরিচালিত এই অভিযানে ৪টি মামলা দায়ের করা হয়। এতে মোট ৪ জন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে ১৫শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মূলত মোটরযানে প্রতীকের পতাকা ও পোস্টার ব্যবহার এবং ভোট ক্যাম্পে আলোকসজ্জা করার দায়ে এই জরিমানা করা হয়। অভিযান প্রসঙ্গে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সহকারী রিটার্নিং অফিসার রোমানা আফরোজ বলেন, “সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই। মাঠ পর্যায়ে আমাদের নিয়মিত টহল ও মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। আমি সকল সম্মানিত প্রার্থী ও তাঁদের সমর্থকদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা আচরণবিধি মেনে চলে প্রশাসনকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সহায়তা করুন।

ডেস্ক রিপোর্ট 












