ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

সীমান্ত ও নির্বাচনী নিরাপত্তায় জনসচেতনতা সভা করল ৬ বিজিবি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:১০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার দেখা হয়েছে
চুয়াডাঙ্গা প্রতিনিধি: সীমান্ত নিরাপত্তা ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬কে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) জীবননগর উপজেলার মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন, পিবিজিএম, বিজিওএম, পিএসসি।
সভায় কর্নেল ইফতেখার হোসেন বলেন, জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্রের ভিত্তি ও জনগণের সার্বভৌম ক্ষমতার প্রতিফলন। একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন দেশের গণতান্ত্রিক ধারাকে আরও সুদৃঢ় করবে। ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করা সকলের সম্মিলিত দায়িত্ব।
তিনি জানান, আসন্ন নির্বাচনে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার ৭টি উপজেলা ও ৪টি সংসদীয় আসনে মোট ১৯ দশমিক ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এসব প্লাটুন ৭টি অস্থায়ী বেইজ ক্যাম্প থেকে মোবাইল ও ট্র্যাকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। সীমান্তবর্তী দামুড়হুদা, জীবননগর ও মুজিবনগর উপজেলায় বিজিবি এককভাবে এবং অন্যান্য উপজেলায় সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও আনসারের সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন করছে। গত ২৯ জানুয়ারি সব প্লাটুন নিরাপদে নিজ নিজ বেইজ ক্যাম্পে পৌঁছেছে বলেও জানান তিনি।
নির্বাচনী নিরাপত্তা জোরদারে বিজিবির বিশেষায়িত কে-নাইন (K-9) ডগ স্কোয়াড ও আধুনিক নজরদারি ড্রোন মোতায়েন রাখা হয়েছে উল্লেখ করে তিনি স্থানীয় জনগণকে নিজ নিজ এলাকায় নজরদারি বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে সন্দেহজনক ব্যক্তি বা তৎপরতার বিষয়ে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অনুরোধ করেন।
সভায় আরও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান। তিনি বলেন, শান্তিপূর্ণ ও নিরাপদ নির্বাচন আয়োজনে জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় উপ-অধিনায়ক মোহাম্মদ মাসুদ হায়দার, পিপিএম (সেবা), সহকারী পরিচালক মো. পারভেজ শামীম, ভারপ্রাপ্ত কোয়ার্টারমাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীরা বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সীমান্ত ও নির্বাচনী নিরাপত্তায় সহযোগিতার আশ্বাস দেন।

শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত

সীমান্ত ও নির্বাচনী নিরাপত্তায় জনসচেতনতা সভা করল ৬ বিজিবি

প্রকাশিত : ১২:১০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
চুয়াডাঙ্গা প্রতিনিধি: সীমান্ত নিরাপত্তা ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬কে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) জীবননগর উপজেলার মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন, পিবিজিএম, বিজিওএম, পিএসসি।
সভায় কর্নেল ইফতেখার হোসেন বলেন, জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্রের ভিত্তি ও জনগণের সার্বভৌম ক্ষমতার প্রতিফলন। একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন দেশের গণতান্ত্রিক ধারাকে আরও সুদৃঢ় করবে। ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করা সকলের সম্মিলিত দায়িত্ব।
তিনি জানান, আসন্ন নির্বাচনে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার ৭টি উপজেলা ও ৪টি সংসদীয় আসনে মোট ১৯ দশমিক ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এসব প্লাটুন ৭টি অস্থায়ী বেইজ ক্যাম্প থেকে মোবাইল ও ট্র্যাকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। সীমান্তবর্তী দামুড়হুদা, জীবননগর ও মুজিবনগর উপজেলায় বিজিবি এককভাবে এবং অন্যান্য উপজেলায় সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও আনসারের সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন করছে। গত ২৯ জানুয়ারি সব প্লাটুন নিরাপদে নিজ নিজ বেইজ ক্যাম্পে পৌঁছেছে বলেও জানান তিনি।
নির্বাচনী নিরাপত্তা জোরদারে বিজিবির বিশেষায়িত কে-নাইন (K-9) ডগ স্কোয়াড ও আধুনিক নজরদারি ড্রোন মোতায়েন রাখা হয়েছে উল্লেখ করে তিনি স্থানীয় জনগণকে নিজ নিজ এলাকায় নজরদারি বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে সন্দেহজনক ব্যক্তি বা তৎপরতার বিষয়ে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অনুরোধ করেন।
সভায় আরও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান। তিনি বলেন, শান্তিপূর্ণ ও নিরাপদ নির্বাচন আয়োজনে জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় উপ-অধিনায়ক মোহাম্মদ মাসুদ হায়দার, পিপিএম (সেবা), সহকারী পরিচালক মো. পারভেজ শামীম, ভারপ্রাপ্ত কোয়ার্টারমাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীরা বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সীমান্ত ও নির্বাচনী নিরাপত্তায় সহযোগিতার আশ্বাস দেন।