ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

রমজান-২০২৫: কোন দেশে কত ঘণ্টা রোজার সময়

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:১৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ২২৭ বার দেখা হয়েছে

রমজান ইসলামের সবচেয়ে তাৎপর্যপূর্ণ মাসগুলির মধ্যে একটি। কারণ এই মাসে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর ওপর আল্লাহ তায়ালার পক্ষ থেকে সর্বপ্রথম ওহী নাজিল হয়েছিল। এই মাসকে কোরআন নাজিলের মাস বলা হয়।

সূর্যের অবস্থানের কারণে রমজানে রোজার সময় পরিবর্তিত হয়। বিষুবরেখার কাছের দেশগুলোতে অল্প সময় রোজা রাখতে হয়। অপরদিকে উত্তর এবং দক্ষিণ অক্ষাংশে ঋতুর উপর নির্ভর করে রমজানের সময় ১৭ থেকে ২০ ঘণ্টা পর্যন্ত অতিক্রম করতে পারে।

গ্রিনল্যান্ড এবং আলাস্কার মতো যেসব দেশে সূর্য কখনও অস্ত যায় না, এসব দেশের মুসলমানদের মক্কা ও সৌদি আরবের সময় অনুপাতে রোজা রাখার পরামর্শ দিয়ে থাকেন। কারণ, এটি ইসলামের সবচেয়ে পবিত্র স্থান। সৌদি আরব এবং কাতারের মতো দেশগুলো পবিত্র মাস রমজান মাসে প্রতিদিন ১৪ ঘণ্টা রোজা পালন করবেন।

২০২৫ সালে দীর্ঘ সময় রোজা রাখতে হবে যেসব দেশে

হেলসিঙ্কি, ফিনল্যান্ড (১৭ ঘণ্টা ৫ মিনিট)

নুউক, গ্রিনল্যান্ড (১৭ ঘণ্টা)

গ্লাসগো, স্কটল্যান্ড (১৬ ঘণ্টা ৫ মিনিট)

অটোয়া, কানাডা (১৬ ঘণ্টা ৫ মিনিট)

জুরিখ, সুইজারল্যান্ড (১৬ ঘণ্টা ৫ মিনিট)

রোম, ইতালি (১৬ ঘণ্টা ৫ মিনিট)

মাদ্রিদ, স্পেন (১৬ ঘণ্টা)

লন্ডন, যুক্তরাজ্য (১৬ ঘণ্টা)

প্যারিস, ফ্রান্স (১৫ ঘণ্টা ৫ মিনিট)

রেকজাভিক, আইসল্যান্ড (১৫ ঘণ্টা)
২০২৫ সালে অল্প সময় রোজা রাখতে হবে যেসব দেশে

ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড (১১ ঘণ্টা ৫ মিনিট)

পুয়ের্তো মন্ট, চিলি (১১ ঘণ্টা ৫ মিনিট)

করাচি, পাকিস্তান (১২ ঘণ্টা)

বুয়েনস আইরেস, আর্জেন্টিনা (১২ ঘণ্টা)

কেপ টাউন, দক্ষিণ আফ্রিকা (১২ ঘণ্টা ৫মিনিট)

নয়া দিল্লি, ভারত (১২ ঘণ্টা ৫মিনিট)

জাকার্তা, ইন্দোনেশিয়া (১২ ঘণ্টা ৫মিনিট)

দুবাই, সংযুক্ত আরব আমিরাত (১৩ ঘণ্টা)

নাইরোবি, কেনিয়া (ঘণ্টা)
সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন

জনপ্রিয় সংবাদ

৩৫ বিলিয়ন ডলার রিজার্ভ গঠনের পথে রয়েছে বাংলাদেশ:গভর্নর

রমজান-২০২৫: কোন দেশে কত ঘণ্টা রোজার সময়

প্রকাশিত : ১১:১৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

রমজান ইসলামের সবচেয়ে তাৎপর্যপূর্ণ মাসগুলির মধ্যে একটি। কারণ এই মাসে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর ওপর আল্লাহ তায়ালার পক্ষ থেকে সর্বপ্রথম ওহী নাজিল হয়েছিল। এই মাসকে কোরআন নাজিলের মাস বলা হয়।

সূর্যের অবস্থানের কারণে রমজানে রোজার সময় পরিবর্তিত হয়। বিষুবরেখার কাছের দেশগুলোতে অল্প সময় রোজা রাখতে হয়। অপরদিকে উত্তর এবং দক্ষিণ অক্ষাংশে ঋতুর উপর নির্ভর করে রমজানের সময় ১৭ থেকে ২০ ঘণ্টা পর্যন্ত অতিক্রম করতে পারে।

গ্রিনল্যান্ড এবং আলাস্কার মতো যেসব দেশে সূর্য কখনও অস্ত যায় না, এসব দেশের মুসলমানদের মক্কা ও সৌদি আরবের সময় অনুপাতে রোজা রাখার পরামর্শ দিয়ে থাকেন। কারণ, এটি ইসলামের সবচেয়ে পবিত্র স্থান। সৌদি আরব এবং কাতারের মতো দেশগুলো পবিত্র মাস রমজান মাসে প্রতিদিন ১৪ ঘণ্টা রোজা পালন করবেন।

২০২৫ সালে দীর্ঘ সময় রোজা রাখতে হবে যেসব দেশে

হেলসিঙ্কি, ফিনল্যান্ড (১৭ ঘণ্টা ৫ মিনিট)

নুউক, গ্রিনল্যান্ড (১৭ ঘণ্টা)

গ্লাসগো, স্কটল্যান্ড (১৬ ঘণ্টা ৫ মিনিট)

অটোয়া, কানাডা (১৬ ঘণ্টা ৫ মিনিট)

জুরিখ, সুইজারল্যান্ড (১৬ ঘণ্টা ৫ মিনিট)

রোম, ইতালি (১৬ ঘণ্টা ৫ মিনিট)

মাদ্রিদ, স্পেন (১৬ ঘণ্টা)

লন্ডন, যুক্তরাজ্য (১৬ ঘণ্টা)

প্যারিস, ফ্রান্স (১৫ ঘণ্টা ৫ মিনিট)

রেকজাভিক, আইসল্যান্ড (১৫ ঘণ্টা)
২০২৫ সালে অল্প সময় রোজা রাখতে হবে যেসব দেশে

ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড (১১ ঘণ্টা ৫ মিনিট)

পুয়ের্তো মন্ট, চিলি (১১ ঘণ্টা ৫ মিনিট)

করাচি, পাকিস্তান (১২ ঘণ্টা)

বুয়েনস আইরেস, আর্জেন্টিনা (১২ ঘণ্টা)

কেপ টাউন, দক্ষিণ আফ্রিকা (১২ ঘণ্টা ৫মিনিট)

নয়া দিল্লি, ভারত (১২ ঘণ্টা ৫মিনিট)

জাকার্তা, ইন্দোনেশিয়া (১২ ঘণ্টা ৫মিনিট)

দুবাই, সংযুক্ত আরব আমিরাত (১৩ ঘণ্টা)

নাইরোবি, কেনিয়া (ঘণ্টা)
সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন