ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

ওসমান হাদীকে বিজয় করতেই গণভোটে “হ্যা” জয়যুক্ত করতে হবে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:১৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

বরিশাল প্রতিনিধি: আগামীতে যেন কোনো ফ্যাসিস্ট সৃষ্টি না হয় গণভোট মূলত সেজন্যই অনুষ্ঠিত হবে। শহীদ ওসমান হাদীকে বিজয় করতেই গণভোটে “হ্যা” জয়যুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

সোমবার বিকেলে ঝালকাঠির শিশুপার্ক মাঠে গণভোটের প্রচার ও উদ্বুদ্ধ করতে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফরিদা আখতার বলেন, হাদীর নিজ জেলায় এসে আমি আত্মতৃপ্তি পেয়েছি। হাদীর মতো দেশ প্রেমিক সংসদে প্রয়োজন ছিলো। হাদী হত্যার বিচার এই মাটিতেই হবে।

আমরা গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে কথা বলতে চাই। কারণ, নির্বাচনের পরের সরকার গঠন হলে তাদেরও যে কিছু দায়িত্ব আছে সেটা অন্তবর্তীকালীন সরকার জনগণের মতামত নিয়ে দিয়ে যেতে চায়।

জুলাই সনদের বাস্তবায়ন যেন সম্ভব হয়, জুলাই সনদে যে আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে সেটি যেন সফল হয়। ছাত্ররা যে আকাঙ্খা নিয়ে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিষ্ট সরকার পতন করে আমাদেরকে দায়িত্বে বসিয়েছে। তাদের দাবি বাস্তবায়নই আমাদের কাজ। আর তাই দেশের মানুষকে “হ্যা” ভোট দিতে হবে।

তিনি আরো বলেন, আমরা আমাদের কর্তব্য পালন করতে এসেছি। জনগণের কাছে আমরা যেন বলতে পারি, শুধু নির্বাচন দেওয়ার জন্য সরকার গঠন করিনি। আগামীতে সরকার কেমন হবে সে বিষয়েও জনগণের রায় নেওয়ার চেষ্টা করেছি। আগামীতে যেন কোনো ফ্যাসিস্ট সৃষ্টি না হয় সেজন্যই মূলত গণভোট।

সুধী সমাবেশে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমানসহ জুলাইযোদ্ধা, শিক্ষক শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয়রা।

জনপ্রিয় সংবাদ

চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন এক্সপ্রেসওয়েতে

ওসমান হাদীকে বিজয় করতেই গণভোটে “হ্যা” জয়যুক্ত করতে হবে

প্রকাশিত : ১০:১৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

বরিশাল প্রতিনিধি: আগামীতে যেন কোনো ফ্যাসিস্ট সৃষ্টি না হয় গণভোট মূলত সেজন্যই অনুষ্ঠিত হবে। শহীদ ওসমান হাদীকে বিজয় করতেই গণভোটে “হ্যা” জয়যুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

সোমবার বিকেলে ঝালকাঠির শিশুপার্ক মাঠে গণভোটের প্রচার ও উদ্বুদ্ধ করতে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফরিদা আখতার বলেন, হাদীর নিজ জেলায় এসে আমি আত্মতৃপ্তি পেয়েছি। হাদীর মতো দেশ প্রেমিক সংসদে প্রয়োজন ছিলো। হাদী হত্যার বিচার এই মাটিতেই হবে।

আমরা গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে কথা বলতে চাই। কারণ, নির্বাচনের পরের সরকার গঠন হলে তাদেরও যে কিছু দায়িত্ব আছে সেটা অন্তবর্তীকালীন সরকার জনগণের মতামত নিয়ে দিয়ে যেতে চায়।

জুলাই সনদের বাস্তবায়ন যেন সম্ভব হয়, জুলাই সনদে যে আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে সেটি যেন সফল হয়। ছাত্ররা যে আকাঙ্খা নিয়ে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিষ্ট সরকার পতন করে আমাদেরকে দায়িত্বে বসিয়েছে। তাদের দাবি বাস্তবায়নই আমাদের কাজ। আর তাই দেশের মানুষকে “হ্যা” ভোট দিতে হবে।

তিনি আরো বলেন, আমরা আমাদের কর্তব্য পালন করতে এসেছি। জনগণের কাছে আমরা যেন বলতে পারি, শুধু নির্বাচন দেওয়ার জন্য সরকার গঠন করিনি। আগামীতে সরকার কেমন হবে সে বিষয়েও জনগণের রায় নেওয়ার চেষ্টা করেছি। আগামীতে যেন কোনো ফ্যাসিস্ট সৃষ্টি না হয় সেজন্যই মূলত গণভোট।

সুধী সমাবেশে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমানসহ জুলাইযোদ্ধা, শিক্ষক শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয়রা।