ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

আর্জেন্টাইন চার নারী ফুটবলার ব্রাজিলে আটক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:২৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
  • ১৯৪ বার দেখা হয়েছে

মেলবোর্ন টেস্টে দ্বিতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে আছে অস্ট্রেলিয়া। তবে এখনই যে ম্যাচ থেকে ছিটকে গেছে ভারত, সেটাও বলা যাবে না। কিছুটা পিছিয়ে গেলেও ম্যাচে ফেরার পথ খোলা দেখছেন ওয়াশিংটন সুন্দর।

৬ উইকেটে ৩১১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। আজকের দিনে আর ১৬৩ রান যোগ করতেই হারিয়েছে বাকি ৪ উইকেট। তবে এই রানের মধ্যে সবচেয়ে বড় অবদান স্মিথের। আগের দিনই ফিফটি পেয়েছিলেন তিনি। আজ সেটাকে সেঞ্চুরিতে রূপান্তর করেছেন।

মেলবোর্নে শুরুতে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪৭৪ রান করেছে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ১৪০ রান করেছেন স্মিথ। দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৪ রানে দিনের খেলা শেষ করেছে ভারত।

প্রথম ইনিংসে এখনো অজিদের চেয়ে ৩১০ রানে পিছিয়ে আছে রোহিত শর্মার দল। এ ম্যাচ নিয়ে অলরাউন্ডার সুন্দর বলেন, ‘ড্রেসিংরুমের পরিবেশ খুবই ভালো। আমরা সবাই ইতিবাচক। ম্যাচে এখনও অনেক ওভার এবং সময় বাকি আছে। আমাদের ফেরার জন্য লড়াই করতে হবে এবং দলের জন্য এখন আমরা শুধুমাত্র এটাই করতে পারি।’

এই টেস্টের আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন রবিচন্দ্রন অশ্বিন। তাই এই স্পিনারের অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা মিস করছে দল। তবে দলের আরেক স্পিনার সুন্দর সেই ঘাটতি পূরণের চেষ্টা করছেন। তিনি জানিয়েছেন, অশ্বিনের সঙ্গে প্রতিনিয়ত কথা বলে শেখার চেষ্টা করছেন।

সুন্দর বলেন, ‘অবশ্যই, অশ্বিনের সঙ্গে প্রচুর আলাপ করেছি। বিশেষ করে অস্ট্রেলিয়ার কন্ডিশন কীভাবে আমি কাজে লাগাতে পারি। সে এখানে অনেকবার এসেছে, যদি ভুল না করি সে চারবার টেস্ট খেলতে এখানে এসেছে।’

ডিএসসিসি অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণে সোমবার থেকে মাঠে নামছে

আর্জেন্টাইন চার নারী ফুটবলার ব্রাজিলে আটক

প্রকাশিত : ০৪:২৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

মেলবোর্ন টেস্টে দ্বিতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে আছে অস্ট্রেলিয়া। তবে এখনই যে ম্যাচ থেকে ছিটকে গেছে ভারত, সেটাও বলা যাবে না। কিছুটা পিছিয়ে গেলেও ম্যাচে ফেরার পথ খোলা দেখছেন ওয়াশিংটন সুন্দর।

৬ উইকেটে ৩১১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। আজকের দিনে আর ১৬৩ রান যোগ করতেই হারিয়েছে বাকি ৪ উইকেট। তবে এই রানের মধ্যে সবচেয়ে বড় অবদান স্মিথের। আগের দিনই ফিফটি পেয়েছিলেন তিনি। আজ সেটাকে সেঞ্চুরিতে রূপান্তর করেছেন।

মেলবোর্নে শুরুতে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪৭৪ রান করেছে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ১৪০ রান করেছেন স্মিথ। দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৪ রানে দিনের খেলা শেষ করেছে ভারত।

প্রথম ইনিংসে এখনো অজিদের চেয়ে ৩১০ রানে পিছিয়ে আছে রোহিত শর্মার দল। এ ম্যাচ নিয়ে অলরাউন্ডার সুন্দর বলেন, ‘ড্রেসিংরুমের পরিবেশ খুবই ভালো। আমরা সবাই ইতিবাচক। ম্যাচে এখনও অনেক ওভার এবং সময় বাকি আছে। আমাদের ফেরার জন্য লড়াই করতে হবে এবং দলের জন্য এখন আমরা শুধুমাত্র এটাই করতে পারি।’

এই টেস্টের আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন রবিচন্দ্রন অশ্বিন। তাই এই স্পিনারের অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা মিস করছে দল। তবে দলের আরেক স্পিনার সুন্দর সেই ঘাটতি পূরণের চেষ্টা করছেন। তিনি জানিয়েছেন, অশ্বিনের সঙ্গে প্রতিনিয়ত কথা বলে শেখার চেষ্টা করছেন।

সুন্দর বলেন, ‘অবশ্যই, অশ্বিনের সঙ্গে প্রচুর আলাপ করেছি। বিশেষ করে অস্ট্রেলিয়ার কন্ডিশন কীভাবে আমি কাজে লাগাতে পারি। সে এখানে অনেকবার এসেছে, যদি ভুল না করি সে চারবার টেস্ট খেলতে এখানে এসেছে।’