ঢাকা ০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

প্রকাশ্যে যুবককে কুপিয়ে জখম

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:১২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • ১৬৫ বার দেখা হয়েছে

রাজধানীর প্রাণকেন্দ্র সেন্ট্রাল রোডে জনসমক্ষে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাইফ হোসেন মুন্না নামের এক যুবককে জখম করা হয়েছে।

রোববার (১৮ মে) রাত সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজে ছড়িয়ে পড়েছে।
ফুটেজে দেখা গেছে, রোববার রাতে সাইফ ও তার পাশে শার্ট পরা আরেক যুবক দাঁড়িয়ে আছে। এ সময় হঠাৎ একটি মোটরসাইকেলে করে দুইজন যুবক তাদের দিকে আসতে থাকলে তার পাশে থাকা ছেলেটি তাকে রাস্তার মধ্যে ফেলে দেয়। এরপর মটরসাইকেলের পেছনে বসে থাকা যুবক সাইফকে এলোপাথাড়ি কোপাতে থাকেন। পরে হেলমেট পরা অবস্থায় মোটরসাইকেল চালক ওই যুবকের হাত থেকে অস্ত্রটি নিয়ে সাইফকে কোপাতে থাকেন।

ফুটেজে আরও দেখা যায়, বিষয়টি রাস্তায় থাকা অনেক মানুষ লক্ষ করলেও তারা কেও এগিয়ে আসেনি। পরে ঘাতক তিন যুবক মোটরসাইকেল নিয়ে চলে যায়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। এই ঘটনায় সাইফের হাত ও পায়ে মারাত্মক জখম হয়েছে। তার শরীরের বেশ কিছু স্থানে একাধিক কোপের দাগ রয়েছে। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ বলেন, ঘটনাস্থলটি পরিদর্শন করেছি। পুলিশ তার কাজ করছে। তবে এই ঘটনায় মামলা হলে আসামিদের আইনের আওতায় নিয়ে আসা হবে। মূলত এলাকায় চাঁদাবাজিকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে।

জনপ্রিয় সংবাদ

দেবীদ্বারে মোবাইল কোর্টের অভিযান সংবাদে শতাধিক ফার্মেসি বন্ধ

প্রকাশ্যে যুবককে কুপিয়ে জখম

প্রকাশিত : ১১:১২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

রাজধানীর প্রাণকেন্দ্র সেন্ট্রাল রোডে জনসমক্ষে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাইফ হোসেন মুন্না নামের এক যুবককে জখম করা হয়েছে।

রোববার (১৮ মে) রাত সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজে ছড়িয়ে পড়েছে।
ফুটেজে দেখা গেছে, রোববার রাতে সাইফ ও তার পাশে শার্ট পরা আরেক যুবক দাঁড়িয়ে আছে। এ সময় হঠাৎ একটি মোটরসাইকেলে করে দুইজন যুবক তাদের দিকে আসতে থাকলে তার পাশে থাকা ছেলেটি তাকে রাস্তার মধ্যে ফেলে দেয়। এরপর মটরসাইকেলের পেছনে বসে থাকা যুবক সাইফকে এলোপাথাড়ি কোপাতে থাকেন। পরে হেলমেট পরা অবস্থায় মোটরসাইকেল চালক ওই যুবকের হাত থেকে অস্ত্রটি নিয়ে সাইফকে কোপাতে থাকেন।

ফুটেজে আরও দেখা যায়, বিষয়টি রাস্তায় থাকা অনেক মানুষ লক্ষ করলেও তারা কেও এগিয়ে আসেনি। পরে ঘাতক তিন যুবক মোটরসাইকেল নিয়ে চলে যায়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। এই ঘটনায় সাইফের হাত ও পায়ে মারাত্মক জখম হয়েছে। তার শরীরের বেশ কিছু স্থানে একাধিক কোপের দাগ রয়েছে। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ বলেন, ঘটনাস্থলটি পরিদর্শন করেছি। পুলিশ তার কাজ করছে। তবে এই ঘটনায় মামলা হলে আসামিদের আইনের আওতায় নিয়ে আসা হবে। মূলত এলাকায় চাঁদাবাজিকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে।