সিনিয়র সহকারী সচিব পদে ১৫ কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। রোববার (৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
পদোন্নতি পাওয়ারা হলেন- রেল মন্ত্রণালয়ের সহকারী সচিব দুলাল মিয়া, ধর্ম মন্ত্রণালয়ের তফিকুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সফিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের ফারুক হোসেন, সরকারী কর্ম কমিশন সচিবালয়ের মোল্লাহ মোস্তাহিদুর জামান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সালমা আকতার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ফারুক আলম, পরিকল্পনা বিভাগের মাহতাব হোসেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মানিক উদ্দিন, শ্যামা পদ বিশ্বাস, পরিকল্পনা বিভাগের হাবিবুর রহমান, হারাধন চন্দ্র সরকার, শিল্প মন্ত্রণালয়ের কাঞ্চন বিকাশ দত্ত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের শাহানারা খানম এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ফারুক আহম্মদ খান।
আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেওয়া অন্তর্বর্তী সরকার পাঁচ মাস সময় পার করেছে। এই কয়েক মাসে শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া প্রশাসনে রদবদল, উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল এবং গত সরকারের আমলে বঞ্চিতদের পদোন্নতির সিদ্ধান্ত এসেছে একের পর এক।
শিক্ষা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, পুলিশ, আইন-আদালত, সশস্ত্র বাহিনী, হাসপাতাল ও সেবাখাত, জনপ্রশাসন সব জায়গায় পরিবর্তন অব্যাহত আছে।

ডেস্ক রিপোর্ট 























