বোরো ধান ছাড়াও যমুনা তীরবর্তী নিচু জমির কাউন ও তিলও পানিতে তলিয়ে গেছে, যা কৃষকদের জন্য বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এতে যেন মরার ওপর খাড়ার ঘা হয়েছে কৃষকদের।
তাড়াশ উপজেলার হামকুড়িয়া গ্রামের কৃষক শাওকত আলী বলেন, ব্রি-২৯ জাতের ধান পাকার আগেই পানিতে তলিয়ে গেছে। অর্ধেক জমির ধান কাটলেও বাকিগুলো এখনো পানির নিচে। মজুরি অনেক বেশি দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। ঈদের আগে ও পরে শ্রমিক পাওয়া খুব কঠিন। দিন দিন আরও ক্ষতিগ্রস্ত হচ্ছি।
উল্লাপাড়া উপজেলার কৃষক আব্দুল জব্বার বলেন, ঈদের কারণে শ্রমিক পাওয়া যাচ্ছে না। পানির ভেতর থেকে ধান কাটা তো কষ্টসাধ্য ব্যাপার। ধান আনতে হচ্ছে নৌকায়। ক্ষতি তো হয়ে গেছেই, খরচ হচ্ছে আরও দ্বিগুণ।
তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, সিরাজগঞ্জ জেলায় ৯৩ শতাংশ বোরো ধান ইতোমধ্যেই কাটা হয়ে গেছে। তবে আগাম বন্যার পানি বাড়ায় বিলের নিচু অঞ্চলে ধান কাটা সম্ভব হয়নি। তবে এখন সব ধান কাটা শেষের দিকে।
সিরাজগঞ্জ কৃষি অধিদপ্তরের উপপরিচালক আহসান শহীদ সরকার বলেন, শাহজাদপুরে প্রায় ৬০ বিঘা জমির ধান বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাড়াশ ও উল্লাপাড়ায় পানি তুলনামূলকভাবে কম থাকায় সেখানকার কৃষকরা পানিতে নেমেই ধান কাটার চেষ্টা করছেন। শ্রমিকের সংকট রয়েছে। তবে পানি কমে গেলে ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কমবে।