কহিনুর বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় জমাজমি বিরোধকে কেন্দ্র করে সেতারা বেগম(৫৫) কে হত্যার ঘটনায় প্রকৃত আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন শেষে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।২৭.০৬.২৫ইং তারিখ রোজ শুক্রবার জুমার নামাজ শেষে এলাকার শিশু নারী পুরুষরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ গ্রহন করেন। ওই সময় বক্তব্য রাখেন, নিহতের ছেলে হাসান, ইনসান হাওলাদার, মেয়ে জামাই ফিরোজ মৃধা ও স্থানীয় সমাজ সেবক সোহেল সিকদার। তারা বলেন, পরিকল্পিত ভাবে তাকে হত্যা করা হয়েছে, মাত্র ৮ ফুট জমির বিরোধকে কেন্দ্র গত ১৯ জুন পারিবারিক বিরোধের জের ধরে সেতারা বেগমের বসত ঘরে প্রবেশ করে তাকে জখম করা হলে একদিন পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই ঘটনায় নাসির খান, জামিল, শাহিন, রেহেনা, হাসিনা ও বশিরের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হলেও মূল হোতাদের কেউ গ্রেফতার হয়নি।