ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের আমচাষিরা কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • ৫৩ বার দেখা হয়েছে

আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর চাঁপাইনবাবগঞ্জে আমের বাম্পার ফলন হয়েছে। এরই মধ্যে জমে উঠেছে কানসাট আম বাজারের কেনাবেচা। প্রতিদিন কয়েক হাজার মণ আম বিক্রি হচ্ছে এই বাজারে। তবে দীর্ঘ তাপপ্রবাহের কারণে এবার কয়েক জাতের আম একসঙ্গে পেকেছে। ফলে সরবরাহ বেশি। তাই এই বছর ফলন ভালো হলেও গতবারের তুলনায় ভালো দাম পাচ্ছেন না বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের আমচাষিরা।

রোববার (১৫ জুন) সরেজমিনে কানসাট বাজারে গিয়ে দেখা যায়, জেলার বিভিন্ন প্রান্ত থেকে ডালিতে আম সাজিয়ে ভ্যানে করে আম বাজারে নিয়ে এসেছেন শতাধিক আমচাষি। বাজারে প্রবেশের জন্য ছোট ছোট সরু গলি পথে অপেক্ষা করছে আমবোঝাই ভ্যান। তবে চাষিদের চোখে-মুখে হতাশার চাপ।

কয়েশ উদ্দিন নামের এক আমচাষি জানান, আজকে ল্যাংড়া আম ১২০০ থেকে ১৪৫০ টাকায় বিক্রি হচ্ছে এবং ৫২ কেজিতে মণ হিসেবে দিচ্ছি। আমের বাজারে দাম কম এবং আমাদের অনেক লোকসান হচ্ছে।

মাসুদ হাসান নামে আরেক আমচাষি বলেন, খিরসাপাত আম এখন শেষের দিকে। অনান্য বছরে এই সময় খিরসাপাত আমের দাম থাকে ৩ থেকে ৪ হাজার টাকা মণ। কিন্ত খিরসাপাত আম শেষের পথে থাকলেও এই জাতের আম বিক্রি হচ্ছে মাত্র ১৮০০ থেকে ২৮০০ টাকা মণে।

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. নয়ন মিয়া বলেন, এ বছর আমের ফলন ভালো হয়েছে। তবে অনেক গরমের কারণে আমগুলো একসঙ্গে পেকে যাচ্ছে। এ ছাড়া ঈদের দীর্ঘ ছুটিও আমের বাজারে একটা প্রভাব ফেলেছে। তবে আশা করছি, আমচাষিরা সামনের দিকে দাম ভালো পাবেন।

প্রসঙ্গত, কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে ৩৭ হাজার ৫০৪ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮৬ হাজার টন।

জনপ্রিয় সংবাদ

পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি কুট্টি সম্পাদক টোটন

চাঁপাইনবাবগঞ্জের আমচাষিরা কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ

প্রকাশিত : ১২:০৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর চাঁপাইনবাবগঞ্জে আমের বাম্পার ফলন হয়েছে। এরই মধ্যে জমে উঠেছে কানসাট আম বাজারের কেনাবেচা। প্রতিদিন কয়েক হাজার মণ আম বিক্রি হচ্ছে এই বাজারে। তবে দীর্ঘ তাপপ্রবাহের কারণে এবার কয়েক জাতের আম একসঙ্গে পেকেছে। ফলে সরবরাহ বেশি। তাই এই বছর ফলন ভালো হলেও গতবারের তুলনায় ভালো দাম পাচ্ছেন না বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের আমচাষিরা।

রোববার (১৫ জুন) সরেজমিনে কানসাট বাজারে গিয়ে দেখা যায়, জেলার বিভিন্ন প্রান্ত থেকে ডালিতে আম সাজিয়ে ভ্যানে করে আম বাজারে নিয়ে এসেছেন শতাধিক আমচাষি। বাজারে প্রবেশের জন্য ছোট ছোট সরু গলি পথে অপেক্ষা করছে আমবোঝাই ভ্যান। তবে চাষিদের চোখে-মুখে হতাশার চাপ।

কয়েশ উদ্দিন নামের এক আমচাষি জানান, আজকে ল্যাংড়া আম ১২০০ থেকে ১৪৫০ টাকায় বিক্রি হচ্ছে এবং ৫২ কেজিতে মণ হিসেবে দিচ্ছি। আমের বাজারে দাম কম এবং আমাদের অনেক লোকসান হচ্ছে।

মাসুদ হাসান নামে আরেক আমচাষি বলেন, খিরসাপাত আম এখন শেষের দিকে। অনান্য বছরে এই সময় খিরসাপাত আমের দাম থাকে ৩ থেকে ৪ হাজার টাকা মণ। কিন্ত খিরসাপাত আম শেষের পথে থাকলেও এই জাতের আম বিক্রি হচ্ছে মাত্র ১৮০০ থেকে ২৮০০ টাকা মণে।

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. নয়ন মিয়া বলেন, এ বছর আমের ফলন ভালো হয়েছে। তবে অনেক গরমের কারণে আমগুলো একসঙ্গে পেকে যাচ্ছে। এ ছাড়া ঈদের দীর্ঘ ছুটিও আমের বাজারে একটা প্রভাব ফেলেছে। তবে আশা করছি, আমচাষিরা সামনের দিকে দাম ভালো পাবেন।

প্রসঙ্গত, কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে ৩৭ হাজার ৫০৪ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮৬ হাজার টন।