ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ইসরায়েলের দুই উগ্রপন্থি মন্ত্রী গাজায় ‘যুদ্ধবিরতি’ চান না

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:১০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ৭ বার দেখা হয়েছে

ফিলিস্তিনেরর সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি ঠেকাতে তৎপর হয়েছে দখলদার ইসরায়েলের দুই উগ্রপন্থিমন্ত্রী ইতামার বেন গিভির ও বাজায়েল স্মোরিচ।

অবৈধ দখলদার বেন গিভির ইসরায়েলের জাতীয় নিরাপত্তা আর স্মোরিচ অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বুধবার (২ জুলাই) স্মোরিচের দারস্থ হন বেন গিভির। এ সময় তিনি নেতানিয়াহু সরকারের ভেতর আলাদা একটি জোট তৈরির প্রস্তাব দেন।

হিব্রু ভাষার সংবাদমাধ্যম জানিয়েছে, বেন গিভিরের ওতজমা ইয়েহুদিত এবং স্মোরিচের রিলিজিয়াস জায়োনিজম পার্টি বিষয়টি নিয়ে আলোচনার জন্য বৈঠকে বসার পরিকল্পনাও করছিল।

তবে স্মোরিচের এক মুখপাত্র দাবি করেছেন, স্মোরিচ এমন কোনো উদ্যোগের সঙ্গে জড়িত না। তিনি বলেন, বেন গিভির সংবাদমাধ্যমে তথ্য ফাঁস করে ‘নোংরা খেলা’ খেলার চেষ্টা করছেন।

বেন গিভির ও স্মোরিচের এ ফন্দির ব্যাপারে জানতে পেরে ক্ষুব্ধ হয় ইসরায়েলের বিরোধী দলগুলো। তারা প্রতিশ্রুতি দেয় যুদ্ধবিরতির জন্য প্রয়োজনে তারা নেতানিয়াহুর সরকারকে সহায়তা করবে।

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ার দৌলতপুরে ভিজিএফের কার্ড দ্বন্দ্ব, ছুরিকাঘাতে যুবক নিহত

ইসরায়েলের দুই উগ্রপন্থি মন্ত্রী গাজায় ‘যুদ্ধবিরতি’ চান না

প্রকাশিত : ১২:১০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

ফিলিস্তিনেরর সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি ঠেকাতে তৎপর হয়েছে দখলদার ইসরায়েলের দুই উগ্রপন্থিমন্ত্রী ইতামার বেন গিভির ও বাজায়েল স্মোরিচ।

অবৈধ দখলদার বেন গিভির ইসরায়েলের জাতীয় নিরাপত্তা আর স্মোরিচ অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বুধবার (২ জুলাই) স্মোরিচের দারস্থ হন বেন গিভির। এ সময় তিনি নেতানিয়াহু সরকারের ভেতর আলাদা একটি জোট তৈরির প্রস্তাব দেন।

হিব্রু ভাষার সংবাদমাধ্যম জানিয়েছে, বেন গিভিরের ওতজমা ইয়েহুদিত এবং স্মোরিচের রিলিজিয়াস জায়োনিজম পার্টি বিষয়টি নিয়ে আলোচনার জন্য বৈঠকে বসার পরিকল্পনাও করছিল।

তবে স্মোরিচের এক মুখপাত্র দাবি করেছেন, স্মোরিচ এমন কোনো উদ্যোগের সঙ্গে জড়িত না। তিনি বলেন, বেন গিভির সংবাদমাধ্যমে তথ্য ফাঁস করে ‘নোংরা খেলা’ খেলার চেষ্টা করছেন।

বেন গিভির ও স্মোরিচের এ ফন্দির ব্যাপারে জানতে পেরে ক্ষুব্ধ হয় ইসরায়েলের বিরোধী দলগুলো। তারা প্রতিশ্রুতি দেয় যুদ্ধবিরতির জন্য প্রয়োজনে তারা নেতানিয়াহুর সরকারকে সহায়তা করবে।