ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ভারতীয় গরুসহ কোটি টাকার চোরাচালান জব্দ ফেনীতে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ৭ বার দেখা হয়েছে

ফেনীর পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে আনুমানিক ১ কোটি ১ লাখ ২৮ হাজার টাকা সমমূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২ জুলাই) ভোরে পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ উপায়ে দেশে আনা এসব জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ মোবাইলের ডিসপ্লে ভর্তি কার্টুন ও কয়েকটি গরু। অভিযানে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা জিনিসপত্র রেখে পালিয়ে যান। এ সময় এসব পণ্য জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১ লাখ ২৮ হাজার টাকা।

এ ব্যাপারে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান বন্ধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত চোরাচালান পণ্য কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ার দৌলতপুরে ভিজিএফের কার্ড দ্বন্দ্ব, ছুরিকাঘাতে যুবক নিহত

ভারতীয় গরুসহ কোটি টাকার চোরাচালান জব্দ ফেনীতে

প্রকাশিত : ১২:০৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

ফেনীর পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে আনুমানিক ১ কোটি ১ লাখ ২৮ হাজার টাকা সমমূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২ জুলাই) ভোরে পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ উপায়ে দেশে আনা এসব জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ মোবাইলের ডিসপ্লে ভর্তি কার্টুন ও কয়েকটি গরু। অভিযানে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা জিনিসপত্র রেখে পালিয়ে যান। এ সময় এসব পণ্য জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১ লাখ ২৮ হাজার টাকা।

এ ব্যাপারে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান বন্ধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত চোরাচালান পণ্য কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।