ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

দলে অবদান রাখাটা গুরুত্বপূর্ণ সমালোচনা থাকবেই

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৫৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • ৪৩ বার দেখা হয়েছে

বিপক্ষে প্রথম টেস্টে ড্র তে সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। তবে এই ম্যাচে ব্যাট হাতে নিজেকে প্রমাণ করেছেন নাজমুল হোসেন শান্ত। দুই ইনিংসেই করেছেন সেঞ্চুরি। ভালো করলেও অনেক সময় সমালোচনাতে পড়তে হয় শান্তকে। তবে এসব ব্যাপার খুব বেশি ভাবতে নারাজ টাইগার অধিনায়ক শান্ত।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, ‘সমালোচনা, কথাবার্তা এগুলো তো থাকবেই। একজন প্লেয়ার হিসেবে প্রতিদিন কীভাবে দলের জন্য অবদান রাখতে পারি এটা গুরুত্বপূর্ণ। আমার ওয়ার্ক এথিক্স ঠিক আছে কি না, কতটুকু কষ্ট করছি, ইনটেনশন ঠিক আছে কি না এগুলো গুরুত্বপূর্ণ। আমার যতটুকু সামর্থ্য আছে চেষ্টা করেছি, দলে অবদান রাখতে পেরে ভালো লাগছে।’

ভালো করলেও প্রাপ্য প্রশংসা না পাওয়া নিয়ে শান্ত বলেছেন, ‘আসলে ভাই সত্যি কথা বলতে গেলে, কে আমাকে নিয়ে ভালো কথা বলল, কে খারাপ বলল সেদিকে ফোকাস না করে আমি চেষ্টা করি প্রতিদিন আমি কীভাবে আরও ভালো করতে পারি। কোনোদিন হয় কোনোদিন হয় না। খেলাটাই এমন। আসলে কে বেশি প্রশংসা (অ্যাপ্রিসিয়েট) করলো, কে করলো না বা আমি বেশি ডিজার্ভ করি না করি, (তাদের প্রতি) বেশি প্রত্যাশা না থাকাই ভালো। আমার ব্যাটিং উপভোগ করছি কিনা, দলে অবদান রাখতে পারছি কিনা এগুলো গুরুত্বপূর্ণ। প্রশংসা (অ্যাপ্রিসিয়েশন) যার যার ব্যক্তিগত ব্যাপার। এখানে আমার বাড়তি কোনো চাওয়া নেই, আমি কোনো প্রত্যাশাও রাখি না।’

সামাজিক যোগাযোগ মাধ্যম এবং দেশের ক্রিকেট নিয়ে শান্ত জানিয়েছেন, ‘(কালচার চেঞ্জ করতে) সবারই সাহায্য দরকার। প্লেয়ারদের আসলে অবশ্যই এই জায়গায় সুন্দরভাবে আন্সার করা দরকার। ভালোভাবে হ্যান্ডেল করা দরকার। আপনারা যারা আছেন, যারা কনটেন্ট বানায় অই জায়গায় আরও শুদ্ধতা থাকলে ভালো। একটু সম্মানের সাথে, আমি বলছি না সমালোচনা হবে না। আরেকটু সম্মানের সাথে হলে ভালো, খারাপ খেললে অবশ্যই সমালোচনা হবে। দল যেহেতু আমাদের সবার, সবার সাহায্যই দরকার। দল ভালো করলে সবার ভালো লাগাই কাজ করে। সবাই সবার জায়গা থেকে দলের জন্য ভালো চিন্তা করে কথা বলা হলে অবশ্যই ভালো একটা কালচার তৈরি হবে। যদি সম্মানের সাথে একটু কথা বলি তাহলে এই কালচারগুলো আস্তে আস্তে চেঞ্জ হবে।’

অ্যাওয়ার্ড নাইট’ চালু করতে যাচ্ছে বিসিবি ১৯ বছর পর

দলে অবদান রাখাটা গুরুত্বপূর্ণ সমালোচনা থাকবেই

প্রকাশিত : ১০:৫৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

বিপক্ষে প্রথম টেস্টে ড্র তে সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। তবে এই ম্যাচে ব্যাট হাতে নিজেকে প্রমাণ করেছেন নাজমুল হোসেন শান্ত। দুই ইনিংসেই করেছেন সেঞ্চুরি। ভালো করলেও অনেক সময় সমালোচনাতে পড়তে হয় শান্তকে। তবে এসব ব্যাপার খুব বেশি ভাবতে নারাজ টাইগার অধিনায়ক শান্ত।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, ‘সমালোচনা, কথাবার্তা এগুলো তো থাকবেই। একজন প্লেয়ার হিসেবে প্রতিদিন কীভাবে দলের জন্য অবদান রাখতে পারি এটা গুরুত্বপূর্ণ। আমার ওয়ার্ক এথিক্স ঠিক আছে কি না, কতটুকু কষ্ট করছি, ইনটেনশন ঠিক আছে কি না এগুলো গুরুত্বপূর্ণ। আমার যতটুকু সামর্থ্য আছে চেষ্টা করেছি, দলে অবদান রাখতে পেরে ভালো লাগছে।’

ভালো করলেও প্রাপ্য প্রশংসা না পাওয়া নিয়ে শান্ত বলেছেন, ‘আসলে ভাই সত্যি কথা বলতে গেলে, কে আমাকে নিয়ে ভালো কথা বলল, কে খারাপ বলল সেদিকে ফোকাস না করে আমি চেষ্টা করি প্রতিদিন আমি কীভাবে আরও ভালো করতে পারি। কোনোদিন হয় কোনোদিন হয় না। খেলাটাই এমন। আসলে কে বেশি প্রশংসা (অ্যাপ্রিসিয়েট) করলো, কে করলো না বা আমি বেশি ডিজার্ভ করি না করি, (তাদের প্রতি) বেশি প্রত্যাশা না থাকাই ভালো। আমার ব্যাটিং উপভোগ করছি কিনা, দলে অবদান রাখতে পারছি কিনা এগুলো গুরুত্বপূর্ণ। প্রশংসা (অ্যাপ্রিসিয়েশন) যার যার ব্যক্তিগত ব্যাপার। এখানে আমার বাড়তি কোনো চাওয়া নেই, আমি কোনো প্রত্যাশাও রাখি না।’

সামাজিক যোগাযোগ মাধ্যম এবং দেশের ক্রিকেট নিয়ে শান্ত জানিয়েছেন, ‘(কালচার চেঞ্জ করতে) সবারই সাহায্য দরকার। প্লেয়ারদের আসলে অবশ্যই এই জায়গায় সুন্দরভাবে আন্সার করা দরকার। ভালোভাবে হ্যান্ডেল করা দরকার। আপনারা যারা আছেন, যারা কনটেন্ট বানায় অই জায়গায় আরও শুদ্ধতা থাকলে ভালো। একটু সম্মানের সাথে, আমি বলছি না সমালোচনা হবে না। আরেকটু সম্মানের সাথে হলে ভালো, খারাপ খেললে অবশ্যই সমালোচনা হবে। দল যেহেতু আমাদের সবার, সবার সাহায্যই দরকার। দল ভালো করলে সবার ভালো লাগাই কাজ করে। সবাই সবার জায়গা থেকে দলের জন্য ভালো চিন্তা করে কথা বলা হলে অবশ্যই ভালো একটা কালচার তৈরি হবে। যদি সম্মানের সাথে একটু কথা বলি তাহলে এই কালচারগুলো আস্তে আস্তে চেঞ্জ হবে।’