অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে নারায়ণগঞ্জে ও টাঙ্গাইলে অভিযান পরিচালনা করেছে তিতাস।
রোববার (২২ জুন) নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সোমবার (২৩ জুন) এক বার্তায় এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
অভিযানে মদনপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থিত ভাই ভাই হোটেল, আজমেরী হোটেল, নিরালা-২ হোটেল, চাচা ভাতিজা হোটেল ও আল মদিনা হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।এ সময় ১১টি স্টার বার্নার, ১১টি মডিফাইড,৭টি কম্প্রেসার, ৩টি ডাবল চুলা, ২টি সিঙ্গেল চুলা ও ১টি তন্দুল জব্দ করা হয়েছে। অভিযানে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ইস্ট টাউন আবাসিক প্রকল্পে অভিযান চালিয়ে ২৫টি আবাসিক চুলার উৎস কিলিং করা হয়েছে। এ সময় ১ ইঞ্চি ১০০ ফিট এমএস পাইপ, ৩ থেকে ৪ ইঞ্চি ২০০ ফিট জি আই পাইপ, ৫টি কম্প্রেসার, ১টি রেগুলেটর, ১১টি স্টার বার্নার, ৪টি মডিফাইড বার্নার জব্দ করা হয়।
একই দিনে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের নেতৃত্বে টাঙ্গাইলের গোড়াই এলাকার ২টি স্পটে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় আনুমানিক ৫৪০ ফুট ৩/৪ ইঞ্চি পাইপ, ৯টি রেগুলেটর, ৫ টি লক উইং কক অপসারণ/জব্দসহ ২ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।