ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫

নোয়াখালী মাঝ নদীতে ট্রলারে ভাসছিলেন ৪০ যাত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৫৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ২৭ বার দেখা হয়েছে

নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি ট্রলার মাঝ নদীতে ইঞ্জিন বিকলের কারণে প্রায় এক ঘণ্টা গন্তব্যহীনভাবে ভেসে বেড়িয়েছে। তবে শেষ পর্যন্ত ৪০ যাত্রীসহ ট্রলারটি নিরাপদে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টার দিকে ট্রলারটি ঘাটে ফিরে আসে।

 

জানা গেছে, নিঝুমদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান ঘাটগামী ট্রলার ‘এফবি মা বাবার দোয়া’ মঙ্গলবার সকালে মাঝিসহ ৪০ জন যাত্রীদের নিয়ে যাত্রা শুরু করে। পথিমধ্যে মেঘনা নদীর মাঝামাঝি পৌঁছালে দুপুরের দিকে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর নদীতে ভেসে যেতে থাকে। খবর পেয়ে নলচিরা ঘাট থেকে ছেড়ে আসা একটি সি-ট্রাক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রলারটিকে টেনে নিরাপদে চেয়ারম্যান ঘাট এলাকায় নিয়ে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যাত্রীরা নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন এবং উদ্ধার কাজে সহায়তাকারী সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

 

অনেক ট্রলারকে ফোন দিয়েছি কোথাও সাড়া পায়নি। কেউ দূরে আবার কেউ নিজেরাই চরে আটকে আছে এমন কিছু জেনে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। পরবর্তীতে আল্লাহ সহায় হয়েছেন বলেই আমরা কূলে ফিরতে পেরেছি।

 

ইঞ্জিন কখন নষ্ট হবে তা বলে কয়ে হয় না। আমরা সবাই চিন্তিত ছিলাম। আমাদের বিষয়টি চেয়ারম্যান ঘাটের জুয়েল ডাক্তারকে বললে তিনি নলচিরা ঘাট থেকে ছেড়ে আসা সি ট্রাককে বলেন। তারপর আমাদেরকে টেনে নিয়ে আসে সি ট্রাক। আলহামদুলিল্লাহ আমরা সবাই নিরাপদে গন্তব্যে আসতে পেরেছি।

 

হাতিয়া উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় হাতিয়ার বাসিন্দারা সব সময় প্রতিকূল মুহূর্তের মধ্যেই জীবনযাপন করতে হয়। তবে ৪০ জন যাত্রী নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পেরেছে বলে আলহামদুলিল্লাহ।

জনপ্রিয় সংবাদ

নোয়াখালী মাঝ নদীতে ট্রলারে ভাসছিলেন ৪০ যাত্রী

প্রকাশিত : ০৯:৫৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি ট্রলার মাঝ নদীতে ইঞ্জিন বিকলের কারণে প্রায় এক ঘণ্টা গন্তব্যহীনভাবে ভেসে বেড়িয়েছে। তবে শেষ পর্যন্ত ৪০ যাত্রীসহ ট্রলারটি নিরাপদে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টার দিকে ট্রলারটি ঘাটে ফিরে আসে।

 

জানা গেছে, নিঝুমদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান ঘাটগামী ট্রলার ‘এফবি মা বাবার দোয়া’ মঙ্গলবার সকালে মাঝিসহ ৪০ জন যাত্রীদের নিয়ে যাত্রা শুরু করে। পথিমধ্যে মেঘনা নদীর মাঝামাঝি পৌঁছালে দুপুরের দিকে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর নদীতে ভেসে যেতে থাকে। খবর পেয়ে নলচিরা ঘাট থেকে ছেড়ে আসা একটি সি-ট্রাক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রলারটিকে টেনে নিরাপদে চেয়ারম্যান ঘাট এলাকায় নিয়ে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যাত্রীরা নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন এবং উদ্ধার কাজে সহায়তাকারী সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

 

অনেক ট্রলারকে ফোন দিয়েছি কোথাও সাড়া পায়নি। কেউ দূরে আবার কেউ নিজেরাই চরে আটকে আছে এমন কিছু জেনে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। পরবর্তীতে আল্লাহ সহায় হয়েছেন বলেই আমরা কূলে ফিরতে পেরেছি।

 

ইঞ্জিন কখন নষ্ট হবে তা বলে কয়ে হয় না। আমরা সবাই চিন্তিত ছিলাম। আমাদের বিষয়টি চেয়ারম্যান ঘাটের জুয়েল ডাক্তারকে বললে তিনি নলচিরা ঘাট থেকে ছেড়ে আসা সি ট্রাককে বলেন। তারপর আমাদেরকে টেনে নিয়ে আসে সি ট্রাক। আলহামদুলিল্লাহ আমরা সবাই নিরাপদে গন্তব্যে আসতে পেরেছি।

 

হাতিয়া উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় হাতিয়ার বাসিন্দারা সব সময় প্রতিকূল মুহূর্তের মধ্যেই জীবনযাপন করতে হয়। তবে ৪০ জন যাত্রী নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পেরেছে বলে আলহামদুলিল্লাহ।