ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫

কলাপাড়ায় মৎস্য সেবা নিশ্চিত করার লক্ষে কর্মশালা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৫৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ২৮ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি :
স্থানীয় জনগোষ্ঠীর মৎস্য সেবা নিশ্চিত করনের লক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এক দিনের এ কর্মশালায় মৎস্য চাষী সহ সংশ্লিষ্ট সরকারি বেসরকারি সেবা দানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশগ্রহণ করেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কলাপাড়া উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগো নারী প্রদৃপ্ত প্রকল্পের আওতায় এ কর্মশালায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা।
বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মেজবাউদ্দিন খান, জাগো নারী প্রকল্প ব্যবস্থাপক শ্যামল রায়, কেয়ার বাংলাদেশ’র সিনিয়ার মনিটরিং ডকুমেন্টল অফিসার এস এম ফিরোজ হোসেন। এছাড়া মৎস্য চাষীদের মধ্যে বক্তব্য রাখেন কাইয়ুম সিকদার ও সাইফুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় মৎস্য সম্পদখাতে দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন জনিত নেতিবাচক প্রভাব এর কারণ যেমন রোগ বালাই, মৎস্য খাদ্য, পোনা সংকট, পুকুরপাড় ভাঙ্গা, মাছ ভেসে যাওয়া ইত্যাদি উল্লেখ করা হয়। একই সাথে এর সমাধানে পরামর্শ ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বেসরকারি উন্নয়ন সংস্থা জাগো নারীর সিনিয়র অফিসার চিন্ময় সাহা।

রপ্তানি পোশাকে শুল্ক কমায় স্বস্তিতে বিজিএমইএ

কলাপাড়ায় মৎস্য সেবা নিশ্চিত করার লক্ষে কর্মশালা

প্রকাশিত : ০৬:৫৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

পটুয়াখালী প্রতিনিধি :
স্থানীয় জনগোষ্ঠীর মৎস্য সেবা নিশ্চিত করনের লক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এক দিনের এ কর্মশালায় মৎস্য চাষী সহ সংশ্লিষ্ট সরকারি বেসরকারি সেবা দানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশগ্রহণ করেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কলাপাড়া উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগো নারী প্রদৃপ্ত প্রকল্পের আওতায় এ কর্মশালায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা।
বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মেজবাউদ্দিন খান, জাগো নারী প্রকল্প ব্যবস্থাপক শ্যামল রায়, কেয়ার বাংলাদেশ’র সিনিয়ার মনিটরিং ডকুমেন্টল অফিসার এস এম ফিরোজ হোসেন। এছাড়া মৎস্য চাষীদের মধ্যে বক্তব্য রাখেন কাইয়ুম সিকদার ও সাইফুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় মৎস্য সম্পদখাতে দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন জনিত নেতিবাচক প্রভাব এর কারণ যেমন রোগ বালাই, মৎস্য খাদ্য, পোনা সংকট, পুকুরপাড় ভাঙ্গা, মাছ ভেসে যাওয়া ইত্যাদি উল্লেখ করা হয়। একই সাথে এর সমাধানে পরামর্শ ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বেসরকারি উন্নয়ন সংস্থা জাগো নারীর সিনিয়র অফিসার চিন্ময় সাহা।